Facebook Photo Verification Lock খোলার পদ্ধতি।

আগে জানা প্রয়োজন আইডি
কেন লক হয়?
.
1. বেশী বেশী ফ্রেন্ড
রিকোয়েস্ট
পাঠালে।
.
2. বেশী লিঙ্ক শেয়ার করলে।
.
3. বেশী করে কমেন্ট করলে।
.
4. বেশী বেশী চ্যাট অর্থ্যাৎ
ম্যাসেজ আদান প্রদান করলে।
.
5. অশালীন কোন ছবি আপলোড
করলে।
.
6. কাউকে হুমকি অথবা গালি
দিলে। (কারণঃ
এতে এভাবে কয়েক জনের ব্লক
খেলে ফেসবুক
প্রাইভেসী আপনার আইডি
গিলে ফেলবে)।
.
যাই হোক আইডি লক হয়ে গেল
ফটো
ভেরিফিকেশন চাইলে একটা
উপায় আছে
আইডি Identify করার।
.
তবে তার পূর্বে আপনাদের
জানতে
হবে ফটো ভেরিফিকেশন কি?
What is photo
verification?
.
আইডি লক হয়ে যাবার পর
ক্যাপচা এন্ট্রি
করবার পর ফেসবুক আপনাকে
কয়েকটি
ফটো দেবে এবং ফটোর নিচে
কয়েকটি নাম
দিয়ে ফটোটা কার
আপলোডকৃত অথবা ট্যাগকৃত
পিকচার সেটার উত্তর দিতে
বলবে।
.
আপনার উত্তর যদি একশত
ভাগের মধ্যে ষাট ভাগ
কারেক্ট হয়
তবেই আপনার আইডি খুলে
যাবে।
.
এভাবে ফটো সনাক্তকরণের
প্রক্রিয়াকেই Photo Verification
বলে।
.

যেভাবে লক খুলবেন ফটো
ভেরিফিকেশন
করেঃ
.
প্রয়োজনীয় উপকরণঃ
.
1. একটি ইন্টারনেট সচল
মোবাইল ফোন।
.
2. একটি সাদা খাতা।
.
3. একটি কলম।
.
কার্যপদ্ধতিঃ
.
1. facebook id তে ক্যাপচা
এন্ট্রি করে ফটো
ভেরিফিকেশন করতে চলে
যান।
.
যে ফটোটা আসবে, সেটি
চিনে
রাখার জন্য ছবিটির একটি নাম
দিয়ে খাতায় লিখে রাখুন।
.
ধরুন ধানের ক্ষেতে একটি
কাকতাড়ুয়ার একটি
ছবি
এসেছে। আপনি খাতায় লিখুন
""ধানের মাঠে কাকতাড়ুয়া""।
.
এরপর এর পাশে ফেসবুক ছবিটা
দিয়ে যেসব
লোকের নাম দিয়েছে তাদের
নাম পরিষ্কার
করে লিখে রাখুন।
.
এভাবে প্রতিটা ফটোর নাম
এবং
ফেসবুকের দেয়া নামগুলো
খাতায়
লিখে রাখুন। একবার ফটো
ভেরিফিকেশন করার চেষ্টা
করার পর
কমপক্ষে দশ মিনিট পর আবার
ফটো
ভেরিফিকেশন করার চেষ্টা
করবেন।
.
এবং উপরে উল্লেখিত
নিয়মে খাতায় সব লিখে
রাখুন।
এভাবে চেষ্টা করতে থাকলে
দেখবেন যে
ফেসবুক আবার সেই পূর্বের
ছবিগুলোই দিচ্ছে।
.
তখন আপনার খাতার দিকে
লক্ষ্য করলে
দেখবেন যে, আগে ঐ ছবিটার
সাথে যাদের
নাম গুলো দিয়েছিলো এবং
এবার যে নাম
গুলো দেখাচ্ছে তার মধ্যে
একটা
মিলে যাচ্ছে।
.
তার মানে হচ্ছে এই
ব্যাক্তিটিই এই ফটোটির
আপলোডকারী।এই ভাবে
সবকটি ফটো
ভেরিফাই করুন।
.
তাহলেই ইনশাআল্লাহ
কাজ হয়ে যাবে।

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬