একদিন বাংলাদেশ থেকে ব্লাডব্যাংক উঠে যাবে।

একদিন বাংলাদেশ থেকে ব্লাডব্যাংক
উঠে যাবে। রক্তের আবার কেনাবেচা
কীসের? রক্ত কি তুমি তোমার
ল্যাবরেটরিতে বানাইছো যে বিক্রি
করবা? …
একদিন বাংলাদেশের সব রোগীর পাশে দুই
চারজন করে রক্তদাতা স্ট্যান্ডবাই
থাকবেন। ডাক্তার যেই বলবেন, থাক ভাই
রক্ত লাগবেনা, ওমনি সবার মুখ কালো হয়ে
যাবে! আবার তারা নতুন উদ্যমে খুঁজতে শুরু
করবেন কোন্ হাসপাতালে কার রক্ত
লাগবে! …
একদিন বাংলাদেশে হেরোইন প্যাথেডিন
ইয়াবার ডিলাররা মাথার চুল ছিঁড়ে
ঠেলাগাড়ি চালানোর পেশায় যোগদান
করবে, কারণ কেউ একটা পুরিয়া/ট্যাবলেটও
কিনবে না। ড্রাগ নিলে তো রক্তদান করতে
পারবো না!
একদিন বাংলাদেশের নামজাদা
সার্জনদের তাঁদের সর্বোচ্চ মেধা-শ্রম-
চেষ্টা বিনিয়োগ করেও, নিজে দোষ না
করেও ওটি থেকে বেরিয়ে রোগীর উদ্বিগ্ন
আত্মীয়দের কাছে “আই’ম স্যরি” বলতে হবে
না, অন্তত রক্তের অভাবে কারো সময়মতো
সার্জারি আঁটকে থাকবে না, রক্তক্ষরণে
মারা যাবে না কেউ।
একদিন এদেশের যেকোনো সন্ত্রাসী
রক্তপাতের আগে একবার অন্তত ভাববে,
আমি একজন দুর্লভ রক্তদাতা কমিয়ে দিচ্ছি
না তো?
একদিন এদেশের সমস্ত মোবাইল অপারেটর
তাদের গ্রাহকদের ডেটাবেসে রক্তের গ্রুপও
যুক্ত করবে। তারা তাদের সম্মানিত
গ্রাহকদের মধ্যে প্লাটিনাম/গোল্ড
ইত্যাদি ক্যাটাগরি করতে গিয়ে সবার
উপরে স্থান দেবেন রেড কাস্টমারদের,
যাঁরা নিয়মিত রক্তদাতা। রক্তের
প্রয়োজনে তারাই ফ্রি এসএমএস দেবে,
বছরে তিনবার রক্তদাতার সাবস্ক্রিপশন
ফ্রি করে দেবে, তাদের জন্য নানান
সম্মানজনক উপহার প্যাকেজ সাজাবে।
একদিন এই রাষ্ট্র এমন আইন পাশ করবে, যেন
জীবনে ১০০বার রক্তদাতাকে রাষ্ট্রীয় বীর
হিসেবে বিবেচনা করা হয়, তাঁর শেষকৃত্যে
“গান স্যালিউট” দেয়া হয়। রাষ্ট্রীয়
অনুষ্ঠানে তাঁদের স্থান হয় প্রথমসারিতে,
বীর মুক্তিযোদ্ধাদের পাশে। মন্ত্রীরাও
আসন ছেড়ে দাঁড়িয়ে অভিবাদন জানান
তাঁদের।
তুমি বলবে, আমি কল্পবিলাসী, কিন্তু আমি
জানি, তুমিও আমাকে সমর্থন করবে, সারা
বিশ্ব আমাদের দলে যোগ দিতে উদগ্রীব
হবে… আজ নয়ত কাল…

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬