ব্রা (Bra) অভিধান অনুযায়ী এর অর্থ হচ্ছে বক্ষ বন্ধনী ।

ব্রা (Bra) অভিধান অনুযায়ী এর অর্থ হচ্ছে বক্ষ বন্ধনী ।
সহজ কথায়,স্তন আবৃত করতে এটি ব্যবহার করা হয় ।
সেটা কি সবাই তা জানেন ।
আগেকার সময়ের মেয়েদের ব্রা ছিলনা কিন্তু এখনকার মেয়েদের ব্রা ছাড়া চলেইনা ।
মেয়েরা কেন ব্রা ব্যবহার করে সেটা অন্য একদিন বলবো কিন্তু আজ মেয়েদের জন্য অধিক ব্রা ব্যবহারের একটা ক্ষতিকর দিক বলবো ।
বেশিরভাগ মেয়েই তাদের স্তনের সাইজের চেয়ে অপেক্ষাকৃত ছোট সাইজের ব্রা কেনে কারন তারা স্তনকে চেপে রাখতে চায় ।অবিবাহিত নারীদের একটা বড় সৌন্দর্য হচ্ছে সুগঠিত স্তন ।
কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে স্তন এক দলা মাংসপিন্ড হলেও সেখানে রক্তের উপস্থিতি বিদ্যামান ।
অধিক ব্রা ব্যবহার ও চাপা ব্রা ব্যবহারের ফলে ঐ রক্ত চলাচল করতে পারেনা এবং জমে যায় !
আর এতেই বিশ্বের সবচেয়ে অধিক নারী মারা যায় ।
এভাবেই তৈরি হয় ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার ।
এ ব্যাপারে মেয়েদের অবশ্যই সচেতন হতে হবে ।
এসব ব্যাপারে সচেষ্ট ও সতর্ক থেকো-
১। স্তনের সাইজ অনুযায়ী ব্রা পরতে হবে ।স্তনকে চেপে রাখে এমন সাইজের ব্রা পরিহার করতে হবে ।
২। রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রা খুলে ঘুমাতে হবে ।
আজ থেকেই এটার অভ্যাস করতে শেখো ।
৩। ভাল মানের ব্রা ব্যবহার করতে হবে ।এতে করে স্তনের গঠনটাও ঠিক থাকতে হবে ।
সুগঠিত স্তন আদিম যুগ থেকেই পুরুষের কামনার জিনিস ।
এই পোস্ট শেয়ার করে লিস্টের প্রত্যেকটা আপুর কাছে পৌছে দিন এবং ব্রেস্ট ক্যান্সার থেকে আমাদের দেশের মেয়েদের রক্ষা করুন ।।

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬