ব্রা (Bra) অভিধান অনুযায়ী এর অর্থ হচ্ছে বক্ষ বন্ধনী ।
ব্রা (Bra) অভিধান অনুযায়ী এর অর্থ হচ্ছে বক্ষ বন্ধনী ।
সহজ কথায়,স্তন আবৃত করতে এটি ব্যবহার করা হয় ।
সেটা কি সবাই তা জানেন ।
আগেকার সময়ের মেয়েদের ব্রা ছিলনা কিন্তু এখনকার মেয়েদের ব্রা ছাড়া চলেইনা ।
মেয়েরা কেন ব্রা ব্যবহার করে সেটা অন্য একদিন বলবো কিন্তু আজ মেয়েদের জন্য অধিক ব্রা ব্যবহারের একটা ক্ষতিকর দিক বলবো ।
বেশিরভাগ মেয়েই তাদের স্তনের সাইজের চেয়ে অপেক্ষাকৃত ছোট সাইজের ব্রা কেনে কারন তারা স্তনকে চেপে রাখতে চায় ।অবিবাহিত নারীদের একটা বড় সৌন্দর্য হচ্ছে সুগঠিত স্তন ।
কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে স্তন এক দলা মাংসপিন্ড হলেও সেখানে রক্তের উপস্থিতি বিদ্যামান ।
অধিক ব্রা ব্যবহার ও চাপা ব্রা ব্যবহারের ফলে ঐ রক্ত চলাচল করতে পারেনা এবং জমে যায় !
আর এতেই বিশ্বের সবচেয়ে অধিক নারী মারা যায় ।
এভাবেই তৈরি হয় ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার ।
এ ব্যাপারে মেয়েদের অবশ্যই সচেতন হতে হবে ।
এসব ব্যাপারে সচেষ্ট ও সতর্ক থেকো-
১। স্তনের সাইজ অনুযায়ী ব্রা পরতে হবে ।স্তনকে চেপে রাখে এমন সাইজের ব্রা পরিহার করতে হবে ।
২। রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রা খুলে ঘুমাতে হবে ।
আজ থেকেই এটার অভ্যাস করতে শেখো ।
৩। ভাল মানের ব্রা ব্যবহার করতে হবে ।এতে করে স্তনের গঠনটাও ঠিক থাকতে হবে ।
সুগঠিত স্তন আদিম যুগ থেকেই পুরুষের কামনার জিনিস ।
এই পোস্ট শেয়ার করে লিস্টের প্রত্যেকটা আপুর কাছে পৌছে দিন এবং ব্রেস্ট ক্যান্সার থেকে আমাদের দেশের মেয়েদের রক্ষা করুন ।।
Comments
Post a Comment