কথাগুলো আবারো ভাবার....
.
১→সুন্দর হওয়াটা ভালো নয় বরং কারো ভালো হওয়াটাই সুন্দরতা।
.
২→সুন্দর মনের মানুষদের আমরা কখনো ভালোবাসিনা...বরং আমরা যাদের ভালোবাসি তারা সুন্দর হয়।
.
৩→স্মৃতি এবং ওয়াদা দুটোর মধ্যে পার্থক্য কোথায়?স্মৃতি আমাদের ভেঙ্গে দেয় আর ওয়াদা আমরা ভেঙ্গে দেই।
.
৪→কোনো মতলব বা উদ্দেশ্য নিয়ে তুমি যতই একজনের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো,সেই সম্পর্কটা কখনোই তৈরি হবেনা।অন্যদিকে ভালোবাসা দিয়ে গড়া সম্পর্কটা তুমি যতই নস্ট করার চেষ্টা করো...সেটা কখনো ভাঙবেনা।
.
৫→একটা সুন্দর মন হাজারো সুন্দর চেহারার থেকে উত্তম.. তাই জীবনে সবসময় এমন মানুষদের সাথে মিশো যাদের মন চেহারার থেকে অধিক সুন্দর।
.
৬→নিজের দূর্বলতা এবং নিজের অবস্থা একমাত্র তাকেই বলো যে মজবুত ভাবে যেকোনো পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়িয়ে থাকবে।নয়তো সম্পর্ক হোক বা মোবাইল... যখন নেটওয়ার্ক থাকেনা আশেপাশের মানুষগুলো গেম খেলা শুরু করে দেয়।
.
৭→যে তোমার চুপচাপ থাকাতে তোমার সমস্যার কথা আন্দাজ করতে না পারে তার কাছে কখনো নিজের সমস্যার কথা খুলে বলোনা।কারণ তার কাছে সমস্যা টা খুলে বলা আর শব্দ অপচয় করা দুটো একই বিষয়।
.
৮→কখনো যদি কেউ তোমাকে ঘৃণা বা ঈর্ষা ভরা চোখে দেখে তবে সেটার দুটো কারণ থাকবে...
এক,তোমার মাঝে এমন কিছু আছে যেটা সে মোটেও পছন্দ করেনা।
অথবা, তোমার ভীতরে এমন বিশেষ কিছু আছে যেটা তার মাঝে নেই।
.
৯→কেউ একজন আসলেই একটা সত্যি কথা বলেছিলো..."আমাদের জীবনটা স্রেফ দু'দিনের"
একদিন আমাদের স্বপক্ষে..
আরেকদিন আমাদের বিপক্ষে..
যেদিন আমাদের স্বপক্ষে থাকবে, কখনো অহংকার করবনা..
আর যেদিন আমাদের বিপক্ষে থাকবে সেদিন একটু ধৈর্য্য রাখব।
.
১০→যে মানুষগুলো নিজেদের উপর খুব অহংকার করে, তাদের উদ্দেশ্য করে কেউ একজন কিছু একটা লিখে গেছেন।
"জন্ম তোমাকে তোমার মা দিয়েছে....নাম-পরিচয় তুমি তোমার পরিবার থেকে পেয়েছো....শিক্ষাও তোমাকে তোমার শিক্ষক দিয়েছে....সম্পর্ক? সেটাও তুমি তোমার খানদান সূত্রে পেয়েছো....নিজের কাজ নিজে করাটাও তুমি অন্যদের কে দেখতে দেখতে শিখেছো...এবং সবশেষে কবরস্থান পর্যন্তও তোমাকে চারটা মানুষের কাধের উপর ভর করে যেতে হবে।তাহলে এই পৃথিবীতে তোমার নিজের কি আছে?যেটার উপর তুমি এতো অহংকার করো?
.
১১→প্রত্যেককেই হাসিখুশি রাখতে পারা সম্ভব নয়..বাট খেয়াল রাখতে হবে আমাদের ব্যবহার দ্বারা কেউ যাতে মনে কোনো কস্ট না পায়।
.
১২→কোনো মানুষই কখনো এতোটা ধনী হয়না যে সে তার কেটে যাওয়া দিনগুলো কিনতে পারবে।আর কোনো মানুষই এতোটা গরিব হয়না যে সে তার আগামী দিনগুলো পরিবর্তন করতে পারবেনা।
.
১৩→আজব দুনিয়ার গজব কাহিনী এটাই.....ছেলেবেলায় ভাই'রা বলতো,মা আমার -মা আমার।আর বড় হয়ে বিয়ে করলে এখন লড়াই করে,ঝগড়া করে..বলে মা তোর-মা তোর।
.
১৪→'ভুল'হলো জীবনের একটা পৃষ্ঠা আর 'সম্পর্ক ' জীবনের একটা পুরো বই।প্রয়োজন পড়লে ভুলের একটা পৃষ্ঠা ছিড়ে ফেললেও চলবে....কিন্তু একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিলে চলবেনা।
.
১৫→যে জিনিষ টা তোমার সেটা তোমাকে কখনো ছেড়ে যাবেনা।আর যে জিনিষ টা তোমার নয় সেটা কখনোও তুমি পাবেনা।
.
সবশেষে এটাই বলার,আমরা সবাই ভালো নিয়ত রাখব। তাহলে একদিন উপরওয়ালাই আমাদের সব দুঃখ কস্ট মুছে দিবে।
.
(ভালো লাগলে কপি নয় বরং শেয়ার করুন)
Comments
Post a Comment