দেশপ্রম
দেশপ্রম! আমরা সবাই আমাদের দেশকে খুব ভালবাসি তাই না? সবাই নিজেদেরকে একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে শো-অফ করি।
৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে কতোশত বক্তৃতা দিয়ে মুখে ফেনা তুলে ফেলি।
আচ্ছা! ৩০ লক্ষ শহীদের তাঁজা রক্তে কেনা যে দেশ সেদেশের গরিব-অসহায় মানুষদের বাঁচাতে আপনি/আমি কয় ব্যাগ রক্ত সেচ্ছায় দান করেছি? ৩০ লক্ষ শহীদের তাঁজা রক্তের বিনিময়ে কেনা এদেশের মানুষ কেনইবা রক্তের অভাবে মারা যাবে?
৩০ লক্ষ শহীদের তাঁজা প্রাণের বিনিময়ে কেনা এদেশের শতকতা কতো জন মানুষ সেচ্ছায় রক্তদান করে? ১০% ও না। অথচ আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের খুব সুন্দর ভাবেই শো-অফ করে থাকি।
আমাদের দেশপ্রেমতো শুধুমাত্র ২১ শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, ৭ই মে, ১৫ ই আগষ্ট, ১৬ই ডিসেম্বর, পহেলা বৈশাখ এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তখন আমাদের চেতনাদন্ড কলিকাতা হারবালের কল্যাণে জাগ্রত হয়ে থাকে। তার মাঝেও বেহায়াপনা, অশ্লীলতার ছড়াছড়ি।
লোক দেখানো দেশপ্রেম নয়! ৭১ এর মুক্তিযোদ্ধারা তাদের তাঁজা রক্ত/জীবন দিয়ে এ দেশকে বাঁচাতে পারলে আমরা কেন এক ব্যাগ রক্ত/ভালবাসা দিয়ে এদেশের মানুষদের বাঁচাতে পারবো না?
আসুন প্রতিজ্ঞা করি- "রক্ত দিয়ে কেনা এদেশের আর একটি মানুষকেও রক্তের অভাবে মরতে দিবো না"।
Comments
Post a Comment