টপিক-আসলেই কি নারী-পুরুষ সমান অধিকার.?

ছোট বেলাই বইতে যখন পরতাম নারীদের অধিকার চাই।মনে হতো হস তারা কত কষ্ট করে তাদের কেন অধিকার দেয়া হয় না।তখন ছোট ছিলাম তেমন বুঝতাম না অধিকার বিষয়ে কিন্তু আজ যখন বুঝি অধিকার কি তখন দেখি পুরুষদেরই কোন অধিকার নেয়😰
.
কোন কিছুতে চাকরির জন্য এপ্লাই করলে মনে হয় চাকরি যে পাওয়ার আগেই পেয়ে গেছে।মানে সব জায়গাই তো নারীরা দখল করে রেখেছে।কারন সব জায়গাই আগে নারী কর্মি নিয়োগ দেয়া হয় প্রকাশে আর আড়ালে নিয়ে নেই।তাহলে নারী-পুরুষ সমান অধিকার কিভাবে হলো😭
.
স্কুলে পড়ার সময় দেখতাম সরকারের সাহার্য্য কিছু ছেলে ফ্রেন্ডরা, উপ-বৃত্তি পাইতো।আর মেয়েরা সবাই পেতে।একটা ফ্রেন্ডকে বলছিলাম দোস্ত তুই ফ্রি টাকা পাস ৫ টাকার ঝাঁলমুড়ি খাওয়া।ও বলছিলো শিহাব তুই ছেলে না হয়ে মেয়ে হলে ১০০% টাকা পেতি😷
.
এমন কি এখন সিম কম্পানি থেকে বিনা মূল্যে ১০ লাখ সিম দিতাছে, সিমের নাম অপরাজিতা, তাও সুধু নারীদের জন্য।পুরুষেরা এ সিম কিনতে পারবে না।তাহলে নারী-পুরুষ সমান অধিকার কিভাবে হলো😫

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬