অনেকেই যাদের আত্মীয়ের জন্য ব্লাড চান তাদের করনীয় :

অনেকেই তাদের আত্মীয়ের জন্য ব্লাড চান । অনেক সময় একদম শেষ সময়ে এসে জানান । তাদের বলছি , প্লিজ আপনারা চেষ্টা করবেন হাতে সময় থাকতেই প্রথমে নিজেদের ভিতর ব্লাড খুঁজতে । একজন গর্ভবতী মায়ের জন্য আপনারা হাতে পান ৯ মাস । এর মধ্যে নিজেদের ভিতর দুই/তিন জন ডোনার তৈরি করে রাখুন প্লিজ । সিজারের সময় তাহলে পাগলের মত ব্লাড খুঁজতে হবে না । অচমকা ব্লাড প্রয়োজন হলে সেটা ভিন্ন ।
আর ব্লাড চাইলে অবশ্যই নিচের বিষয়গুলো উল্লেখ করবেন -
১/ কত ব্যাগ ব্লাড লাগবে
২/ কত সময়ের মধ্যে
৩/রুগির সমস্যা
৪/ কোন হাসপাতালে ভর্তি
৫/কেবিন /ওয়ার্ড নং
৬/ রুগীর নিকট আত্মীয় যিনি রুগীর সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে তার পরিচয় সহ মোবাইল নং ।
উল্লেখিত বিষয়গুলো অবশ্যই জানাবেন । বারবার জিজ্ঞেস করলেও কেউ কেউ আছেন বিরক্ত প্রকাশ করেন । বলেন , আপনারা ফোন দিয়ে জেনে নিন । আপনাদের বুঝতে হবে যারা ব্লাড সংগ্রহের কাজ করেন তারা এমন অনেক রিকুয়েস্ট পান । তাদের পক্ষে জনে জনে ফোন দিয়ে এসব তথ্য জানা সম্ভব নয় । তারা ব্লাড সংগ্রহের জন্য কোন বেতন পান না । বরং আপনার ব্লাড লাগলে নিজ খরচে ডোনার এর সাথে যোগাযোগ করে ব্লাড দেবার ব্যবস্থা করেন । নিজেরা পকেটের টাকা খরচ করে ডোনার এর সাথে যাবার চেষ্টা করেন । একজন ডোনার কোন প্রকার আর্থিক বিনিময় ছাড়া রুগীকে রক্তদান করেন । নিজের খরচে হাসপাতাল পর্যন্ত যান ।
আপনারা শুধু রুগী সম্পর্কে সঠিক তথ্য দেবেন । আর ডোনার ম্যানেজ হলে কষ্ট করে জানাবেন আমাদের । এটা ভুল করবেন না প্লিজ । এটুকু সম্মান একজন ডোনার কে দেবেন প্লিজ ।

☞ হ্যাপি ব্লাড ডোনেটিং বাই »» স্বাধীন ইসলাম ««

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬