জরুরী র‌ক্তের প্র‌য়োজন ! কি কর‌বেন ?

অামাদের অাত্মীয় স্বজন‌দের অ‌নেক সময় হঠাৎ ক‌রেই অপা‌রেশন বা অন্য কোন কার‌নে ইমা‌র্জেন্সী র‌ক্তের প্র‌য়োজন হয়। তখন অামরা হতাশ হ‌য়ে প‌রি যে এখন রক্ত কোথায় পা‌বো ? হতাশাটা অা‌রো বে‌ড়ে যায় রক্তটা য‌দি নে‌গে‌টিভ গ্রু‌পের হয়। তখন অামরা এদিক সে‌দিক ছুটাছু‌টি ক‌রি র‌ক্তের জন্য। কিন্তু অামরা জা‌নিনা যে অামরা একটু স‌চেতন হ‌লেই অ‌তি সহ‌জে রক্ত ম্যা‌নেজ করা সম্ভব। তাহ‌লে এই প‌রি‌স্থিতী‌তে অাপ‌নি কি কর‌বেন ?
১। প্রথম কাজ হ‌লো অাপনা‌কে মাথা ঠান্ডা রাখ‌তে হ‌বে।
২। রক্তটা যার প্র‌য়োজন প্রথ‌মে সেই রোগীর নিকট অাত্মীয়‌দের মা‌ঝে খুঁজ‌তে হ‌বে। (যা‌দের বয়স ১৮ থে‌কে ৬০ এর ম‌ধ্যে)এ‌তে ক‌রে রক্ত পাওয়ার সম্ভাবনা ৯০% থা‌কে।
৩। য‌দি সেই অাত্মীয়‌দের র‌ক্তের গ্রুপ জানা না থা‌কে তাহ‌লে তা‌কে নিকটব‌র্তি কোন হাসপাতাল, ক্লি‌নিক বা ব্লাড ব্যাং‌কে নি‌য়ে গি‌য়ে র‌ক্তের গ্রুপ পরীক্ষা ক‌রে নিন এবং অাপনারটা জানা না থাক‌লে অাপ‌নিও ক‌রে নি‌বেন।
৪। য‌দি র‌ক্তের গ্রুপ মিলা স‌র্তেও সে রক্ত দান কর‌তে ভয় পায় তাহ‌লে রক্তদান স‌ম্পর্কে তা‌কে বুঝি‌য়ে বলুন, তাহ‌লে সে সাহস পা‌বে এবং রক্তদান কর‌বে।
৫। য‌দি রোগীর অাত্মীয়‌দের মা‌ঝে রক্ত পাওয়া না যায় তাহ‌লে অাপনার বন্ধু বান্ধব‌দের মা‌ঝে খোঁজ করুন। সেখান থে‌কেও রক্ত ম্যা‌নেজ হওয়ার সম্ভাবনা অ‌নেক বে‌শি।
৬। প‌রি‌শে‌ষে য‌দি রক্ত ম্যা‌নেজ কর‌তে না পা‌রেন তাহ‌লে অাপনার নিকটব‌র্তি কোন স্বেচ্ছা‌সেব‌কের সাহায্য নি‌তে পা‌রেন।
ধন্যবাদ......:-) :-) :-)

☞ হ্যাপি ব্লাড ডোনেটিং বাই »» স্বাধীন ইসলাম ««

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬