রক্ত যোদ্ধাদের অপ্রকাশিত কিছু বাস্তবতাঃ

→নিয়মিত সেচ্ছায় রক্ত দান করা ছেলেটি রক্ত দান করে বাসায় ফেরার পথে এক্সিডেন্ড করলো। অতঃএব সে নিজেই রক্তে অভাবে দেহত্যাগ করে পরপারে পাড়ি জমালো। ��
→গতকাল সেচ্ছায় রক্তদান করে আসা ছেলেটিকে আজ তার মায়ের অপারেশনের জন্য টাকার বিনিময়ে রক্ত যোগার হলো। ��
→জরুরী মুহূর্তে রক্তের প্রয়োজনে রাত ২ টায় রক্ত দিতে গিয়ে ছেলেটি আজ লাশ (গুম অতঃপর খুন) হয়ে ঘরে ফিরলো। ��
→ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলেটিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্তযোদ্ধা হিসেবে রক্তের জন্য (অন্যের জন্য) লড়ে গেছে। ��
→সেচ্ছায় রক্তদান করতে গিয়ে ছেলেটি প্রতারকদের খপ্পরে পরে নিজের সর্বস্ব (টাকা, মোবাইল) হারালো। ��
→সেচ্ছায় রক্ত দিয়ে আসা ছেলেটির অজান্তেই রক্তের দালাল রোগীর স্বজনদের কাছ থেকে ৫০০০ টাকা হাতিয়ে নিলো। ��
→নিঃস্বার্থভাবে কাজ করতে থাকা রক্তযোদ্ধাটি প্রতিনিয়ত বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে (রক্তের দালাল উপাধিতে) অপমানিত হয়ে আসছে। তবুও সে তার যুদ্ধে সেরা সেনাপতি হিসেবেই নিয়োজিত।��
→রক্তরযোদ্ধারা জীবনে কিছু পারুক আর না পারুক; তারা মানুষকে ভালবাসতে পারে নিঃস্বার্থ ভাবে। তৃপ্তির হাসি হাসতে পারে। যার মূল্যের কোনো সীমারেখা নেই।
→রক্তযোদ্ধারা আর কিছু পাক আর না পাক; তারা মানুষের ভালবাসা পায় খুব বেশি খুব বেশি খুব বেশি।�
"ভালবাসি সকল রক্তযোদ্ধাদের; ভাল থাকুক, বেঁচে থাকুক তারা কোটি হৃদয়ের গহীনে" ��

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬