পুরুষত্বহীনতার মূল কারনই হল হস্তমৈথুনঃ


=============================
ভাল লাগলে শেয়ার করুনঃ
---------------------------------------
যদিও আমরা বিভিন্ন পোস্টে বলে থাকি যে হস্তমৈথুন ছাড়তে হবে.. কিন্ত যারা ১বার হস্তমৈথুন করে অভ্যস্ত হয়ে গেছে, তারা যতদিন পর্যন্ত কাচা মাংসের ঘ্রান না পাবে ততদিন পর্যন্ত এটা করবেই। যাদের উত্তেজনা বেশী তারা তো কোনভাবেই এটা কন্ট্রোল করতে পারবেনা। তাই কিছু ফর্মূলা দিচ্ছি যাতে করে আপনার হস্তমৈথুনের পরিমান কিছুটা হলেও কমে আসে।
১. উত্তেজিতকর খাবার কম খেতে হবে। যেমনঃ গরুর মাংস, দুধ, কাঁচা পেয়াজ, রসুন, খেজুর ইত্যাদি...!!
২. কখনো রুমে দরজা বন্ধ করে একা বসে থাকবেন না। কারন একা বসে থাকলে মানুষের মনে সব অবাস্তব চিন্তা এসে ভর করে। জানেনই তো অলস মস্তিস্ক শয়তানের কারখানা।
৩. গরম পরিবেশে থাকনে না। রুমের দরজা জানালা খোলা রাখবেন। বেশী গরম অনুভব করলে গোসল করে নিবেন।
৪. পিসি মোবাইল থেকে পর্ণ মুভি রিমুভ করে দিবেন। মনে রাখবেন মোবাইলে পর্ণ মুভি রেখে তা নিয়ে আপনি মসজিদে গেলে নামাজ তো হবে দুরের কথা আরো অনেক বেশী গুণাহ হবে।
৫. সবসময় নিজেকে কোন না কোন কাজে ব্যস্ত রাখুন। অশ্লীল চিন্তা কম করুন।
৬. যদি ১বার উত্তেজিত হয়ে যান তাহলে ভুলেও পেনিসে হাত দিবেন না। বরং হস্তমৈথুনের অপকারী দিকগুলো নিয়ে চিন্তা করবেন।
৭. ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে অন্তত যতটুকু সময় নামাজ পড়বেন ততটুকু সময় বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন।
৮. সবসময় পাক-পবিত্র থাকার চেস্টা করুন। মনে রাখবেন ১বার যদি কোন নারী আপনার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে তাহলে এর মত লজ্জার আর কিছু নেই।
আশা করি আমি যা বলেছি হস্তমৈথুন কমানোর জন্য এর চেয়ে আর কোন ভাল উপায় নেই।পুরুষত্বহীনতার মূল কারনই হল হস্তমৈথুনঃ=============================
ভাল লাগলে শেয়ার করুনঃ
---------------------------------------
যদিও আমরা বিভিন্ন পোস্টে বলে থাকি যে হস্তমৈথুন ছাড়তে হবে.. কিন্ত যারা ১বার হস্তমৈথুন করে অভ্যস্ত হয়ে গেছে, তারা যতদিন পর্যন্ত কাচা মাংসের ঘ্রান না পাবে ততদিন পর্যন্ত এটা করবেই। যাদের উত্তেজনা বেশী তারা তো কোনভাবেই এটা কন্ট্রোল করতে পারবেনা। তাই কিছু ফর্মূলা দিচ্ছি যাতে করে আপনার হস্তমৈথুনের পরিমান কিছুটা হলেও কমে আসে।
১. উত্তেজিতকর খাবার কম খেতে হবে। যেমনঃ গরুর মাংস, দুধ, কাঁচা পেয়াজ, রসুন, খেজুর ইত্যাদি...!!
২. কখনো রুমে দরজা বন্ধ করে একা বসে থাকবেন না। কারন একা বসে থাকলে মানুষের মনে সব অবাস্তব চিন্তা এসে ভর করে। জানেনই তো অলস মস্তিস্ক শয়তানের কারখানা।
৩. গরম পরিবেশে থাকনে না। রুমের দরজা জানালা খোলা রাখবেন। বেশী গরম অনুভব করলে গোসল করে নিবেন।
৪. পিসি মোবাইল থেকে পর্ণ মুভি রিমুভ করে দিবেন। মনে রাখবেন মোবাইলে পর্ণ মুভি রেখে তা নিয়ে আপনি মসজিদে গেলে নামাজ তো হবে দুরের কথা আরো অনেক বেশী গুণাহ হবে।
৫. সবসময় নিজেকে কোন না কোন কাজে ব্যস্ত রাখুন। অশ্লীল চিন্তা কম করুন।
৬. যদি ১বার উত্তেজিত হয়ে যান তাহলে ভুলেও পেনিসে হাত দিবেন না। বরং হস্তমৈথুনের অপকারী দিকগুলো নিয়ে চিন্তা করবেন।
৭. ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে অন্তত যতটুকু সময় নামাজ পড়বেন ততটুকু সময় বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন।
৮. সবসময় পাক-পবিত্র থাকার চেস্টা করুন। মনে রাখবেন ১বার যদি কোন নারী আপনার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে তাহলে এর মত লজ্জার আর কিছু নেই।
আশা করি আমি যা বলেছি হস্তমৈথুন কমানোর জন্য এর চেয়ে আর কোন ভাল উপায় নেই।

Comments

Post a Comment

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬