জানি তুমি অন্য কারো হবে।


---
আমি জানি তুমি আমার হবেনা
আমার মতো অকর্মক মানুষের জন্য তোমার মন কাঁদবেনা,
অবশ্যই তুমি অন্য কারো হবে !
হ্যা,তুমি অন্য কারো হবে দেখো,
তবে-
সে হয়তো আমার মতো কখনো ন্যাকা স্বরে বলবেনা-
তোমার জ্বর জ্বর মুখটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য্যের থেকেও বেশি সুন্দর !
সে তোমাকে এতো বেশি ভালবাসবে যে,
তোমার জ্বর হলেই তোমাকে ডাক্তার দেখাবে,
আমি হলে দেখাতাম না
তোমার জ্বরো মুখটার দিকে চেয়ে থাকতাম,
জানি তুমি অন্য কারোরই হবে
আমার মতো প্রেমিকের কথা তোমার মাথাতেই আসবেনা !
তুমি হয়তো তোমার মনের মতোই কাউকে পাবে,
আমার কি আর আছে বলো মনে জায়গা পাওয়ার !
তোমার সঙ্গী হবে যে সে হয়তো আমার মতো বোকা হবেনা,
অবাক নয়নে তাকিয়ে থাকবেনা তোমার কানের লতীর দিকে,
তোমার নগ্ন পায়ে সে নুপূর খুঁজবেনা,
আমি জানি তুমি কার হবে
তোমার মনের মতো হবে সে
আমার মতো বাসর রাতে সে বিলাই মারবেনা,
প্রথম প্রহরেই সে তোমার শাড়ির আঁচল ধরে টান দিবে !
জানি তুমি অমোন কারোরই হবে !
তুমি হয়তো এমন কারোর হবে
টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু তার,
শুধু তোমায় জাগিয়ে মাঝরাতে কবিতা লিখে শোনাবেনা সে !
সেই রাতে প্রিয়তমা,আমি সেই রাতে ঘুমোবোনা যে রাতে তুমি পরাধীন হবে চিরতরে,
জানালার এই গ্রিলটা ধরে নয়নতারা দেখবো সে রাতে,
তোমার মুখটা ভাববো,
তোমার মেকি সুখ আঁচ করতে পেরে একা একা হাসবো !
তারপর নির্ঘুম রাত ভোর হবে-
ভোরের প্রথম আলোটুকু ঈশ্বরের দূত হয়ে এসে আমাকে জানিয়ে দিবে,
তুই শান্তিতে ঘুমা বোকা,
সেও ভালবাসা পায়নি.....।।
(চেয়ার পেতে বসা ।জানালার ওপাশে নয়নতারা ফুল ফুটে আছে ।সে ফুল দেখতে দেখতে লিখলাম ।।

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬