সানিলিওন কে বাংলার জমিনে দেখতে চাইনা।
সানি লিওন ঢাকায় আসবে এটা নিয়ে পুরো বাংলার পাড়া মহল্লায় বিশেষ করে ফেইসবুকের হোমপেইজে রীতিমত জিহাদ শুরু হয়ে গেছে। আমি মনে করি এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই।
..
নিজের দেশের র্যাম্প মডেল Naila Nayem এর দিকে ফলো করুন সানির চাইতে কোন অংশে কম না। সারাদিন তার ব্যক্তিগত ফ্যান পেইজে বিকিনি পড়া পিক দিবে। আর কেউ উচিৎ কথা কৈলেই পেইজ থেকে পার্মানেন্টলি ব্যান করবে। দেখুন ৯০% মুসলমানের দেশে এরা কিভাবে পশ্চিমা কালচার ইস্টাব্লিশড করতেছে???
..
নায়লা নাইম, প্রভা, মুনমুন লাক্স চ্যানেল আই সুপার স্টাররা ইত্যাদি এরা কেউই কিন্ত হাজী সাহেব না। কিন্ত এর পরেও এরা বুক ফুলিয়ে নাচে গানে, বিকিনি পড়া সেল্পি দিয়ে আবাল জনতার থেকে ঠিকই হাজার হাজার লাইক আদায় করে নিচ্ছে।
...
কেউ যদি বলে ভাই এইডা ৯০% মুসলমানের দেশ। এখানে সানির মতো নর্তকী প্রবেশ করলে সমাজ কুলশিত হয়ে যাবে।
..
আমি বলব আপনি মুসলমানের সংগাই জানেন না। আর কেউ যদি বাংলাদেশ রে মুসলিম কান্ট্রি কয় তখন আমার খুব হাসি পায়। উদাহরণ হিসেবে আমি দিতে পারি, তেলা পোকাও একটা পাখি, সানিলিওন ও ভার্জিন, বাংলাদেশ ও একটা মুসলিম কান্ট্রি!! হে হে
..
সানি আসাতে যদি সমাজ সত্যিই কুলোশিত হয়ে যায় তাহলে আগে একবার নিজের দেশের প্রত্যেকটা জেলা শহর এবং থানা পর্যায়ের আবাসিক হোটেল গুলিতে খবর নিয়েই দেখুন না কত শত হাজার কিংবা লক্ষ সানিলিওন আমাদের সমাজে অফিশিয়ালি বা আন- অফিশিয়ালি সুশীলদের মনের খোড়াগ মিটিয়ে চলছে!!!
...
অনেকেই বলতে পারেন ইঞ্জিন সাব আপনি কি সানির পক্ষে??? না ভাই আমি ওরে ঠিক ভাবে চিনিও না। শুনছি সে নাকি এত্তো গুলি পচা। আমি মনে করি, নট অনলি সানি, ঐশ্বরিয়া, ক্যাট্রিনা কাইফ, কারিনা কাপুর, শারুখ খান, স্যাল্লু খান যেই আসুক কেন আমি এর তিব্র নিন্দা জানাই। আর এমন না যে এরা আসলে দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাবে। কিংবা আমাদের ভাল কিছু শিক্ষা দিবে।
...
যেই দেশে ডাঃ জাকির নায়েকের মতো একজন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারকে অফিশিয়ালি নিষিদ্ধ করে সানিদের বিকিনি পড়িয়ে নাচানাচি করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি সেই দেশের নাগরিক হতে পেরে সত্যিই গর্বিত!!!
...
পুনশ্চঃ যেই সমস্ত অর্গানাইজেশন সানিকে আনার ব্যাপারে স্পন্সর হয়েছে আসুন আমরা সবাই তাদের পন্য বয়কট করি এবং যেই চ্যানেল এই সমস্ত নস্টালজিক সেদিন সরাসরি প্রচার করবে সেই চ্যানেল ও আমরা বয়কট করবো!!! দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এর চাইতেও ভাল কোন প্রতিবাদ করার ভাষা আমার জানা নাই!!!সানিলিওন কে বাংলার জমিনে দেখতে চাইনাসানিলিওন কে বাংলার জমিনে দেখতে চাইনা
Comments
Post a Comment