মা দিবস

মা দিবসে তোমাদের এই চটি,
অশ্লীল লেখক আর মেয়েদের চোখে অতি খারাপ মানুষটির দুটি কথা---
___
আজ বিশ্ব মা দিবস ।প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবারকে সারাবিশ্বে মা দিবস হিসেবে পালন করা হয় ।

তোমাদের কাছে মা দিবসটা হয়তো অনেক কিছু,আমার কাছে এটা নিষ্প্রয়োজনীয় ।আমার জীবনে "মা" নামক কোন শব্দের কোন স্থান নেই ।
বুঝ হওয়ার পর আজ পর্যন্ত কোনদিন "মা" শব্দটি আমার গলা দিয়ে বের হয়নি ।শব্দটি আঁটকে আছে বুকের অনেক ভেতরে ।

তোমরা যখন ফেসবুকে মা কে নিয়ে পোস্ট দাও,মায়ের হাতের রাঁন্না খেয়ে খুশিতে স্ট্যাটাস দাও,মায়ের হাতের রাঁন্নার পিক দাও আমি তখন সেগুলি মন খারাপ করে দেখি ।আর ভাবি,
সবার মা আছে,আমার মা নেই কেন ?
তখন খুব কাঁন্না আসে ।চোখের অনেক গভীর থেকে জল এসে ভিজিয়ে দেয় চোখ দুটো ।

ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখতাম বন্ধুদের বাসায় গিয়ে দেখতাম তাদের মায়েরা  গোসল করিয়ে চুল আঁচড়িয়ে দিচ্ছে,দুধভাত খাইয়ে দিচ্ছে,পানি খাইয়ে দিচ্ছে,স্যান্ডাল জুতা খুঁজে দিচ্ছে আর আসার সময় কিছু টাকা পকেটে ঢুকিয়ে দিচ্ছে ।

তখন আমার খারাপ লাগতো যে আমার এমন কেউ নেই কেন ।স্কুল থেকে বাসায় এসে প্রায়ই এমন একজনকে চোখ মেলে খুঁজে বেড়াতাম ।পাইনি ।
কোনদিন কেউ বুকে টেনে নিয়ে বলেনি,কারো সাথে মারামারি করবেনা বাবা,ক্লাস করে সোজা বাড়ি চলে আসবো ।

আমি বড় হয়েছি মাতৃস্নেহহীন এক অদ্ভত জগত নিয়ে ।

হাই স্কুলে উঠে মায়ের অভাবটা আরো বেশি অনুভব করলাম ।ততোদিনে আমাকে মায়ের মতো আগলে রাখা বোনটারও বিয়ে হয়ে গেছে ।আমি হয়ে যাই সম্পূর্ণ একা ।হাই স্কুলে উঠে বন্ধুদের বাসায় গিয়ে দেখতাম তাদেরও  এমন একজন মহিলা আছে যা কে তারা "মা" বলে ডাকতেছে,যার কাছে সব পাওয়া যায় ।

আমার এমন কেউ কোনদিন ছিলনা ।তোমরা যেমন আহ্লাদ নিয়ে মায়ের কাছে কত কিছু আবদার করো,আমি কখনো করতে পারিনি ।

বুঝ হওয়ার পর জীবনে প্রথম বুক ভেঙ্গে মা শব্দটা বেরিয়ে এসেছিল রূপার মায়ের সাথে কথা বলার সময় ।কথা বলার মাঝে হুট করে উনাকে আমি মা ডেকে ফেলেছিলাম ।উনি রাগ করে বলেছিলেন-
এই ছেলে,আমি কি তোমার মা নাকি যে মা ডাকতেছো.....

আমার তখন চোখে পানি এসে গিয়েছিল ।
সেই পানি রূপা ও তার মা কেউ দ্যাখেনি ।রূপা চলে যাওয়ার পর আমি আরেকটাবার একা হয়ে যাই ।

তোমরা প্রেমে ব্যর্থ হলে মায়ের কোলে গিয়ে সুখ পাও ।মা মা বলে ডেকে দুঃখ ভুলার চেষ্টা করো ।মায়ের কাছে আবদার করতে পারো যে,মা ঐ মেয়েটিকে আমার বউ করে আনার ব্যবস্থা করে দাও ।

রূপা চলে যাওয়ার পর আমি এমন কাউকে পাইনি ।সারারাত জেগে থাকতাম ।রূপার দেওয়া আঘাতটা এতো প্রচন্ডভাবে বেদনা দিতো যে ঘুমাতে পারতাম না ।উঠে জানালার কাছে গিয়ে গ্লিল ধরে দাঁড়িয়ে আকাশের চাঁদটার দিকে তাকিয়ে ভাবতাম-
"মা তুমি কোথায় ?
আজ যদি তুমি থাকতে আমি রূপার কথা তোমার কাছে বলতাম ।রূপাকে এনে দিতে বলতাম ।তোমার হাতের আংটিটা চেয়ে রূপার আঙুলে পরিয়ে দিয়ে আসতাম ।মা তোমার আংটিটা কি আমার রূপাটাকে দিতে ?"

কেউ সাড়া দিতো না ।চোখের জল গাল বেয়ে ঝরে পড়তো ।চাঁদটা একসময় নেমে যেতো ।ঘুম আসতো না ।
আমি কোন মা কে পাশে পাইনি ।এখনো কেউ নেই ।কষ্ট,ব্যর্থতা,বেদনা,বিষন্নতা আমাকে নিজে নিজে পোহাতে হয়।

তোমরা যখন বলো মা ডাকে কত সুখ,কত পাওয়া,কত মধুরতা ।
আমি তোমাদের মা নিয়ে দেওয়া সকল পোস্ট এড়িয়ে যাই ।কষ্ট হয় খুব আমার ভাই তাই ।

আর লিখতে পারছিনা ।চোখ দুটো ঝাপসা হয়ে গেছে ।মুখের ভেতর নোনা জলের স্বাদ পাচ্ছি ।
মা দিবসে তোমাদের সবার মা কে আমার সালাম রইলো......

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬