যে চিঠি কোনদিন পৌছাবেনা গন্তব্যে -০১
_____
রূপা,
কেমন আছো ?
জানি ভাল আছো ।
অনেকদিন তোমাকে কিছু লেখা হয়না ।আজ হঠাত্ লিখতে ইচ্ছা করছে ।জানি এসব লেখা কোনদিন চোখে পড়বেনা ।আমার কোনকিছুই আর কোনদিন চোখে পড়বেনা তোমার কারন তোমার চোখে এখন অন্য কেউ ভাসে ।
এখন মাঝে মাঝে মনে হয়,
ভালবাসা অনেক কষ্টের ।যে ভালবাসা স্বর্গ থেকে আসে সেটা কষ্ট বয়ে আনে আর যে ভালবাসা নিছক টাইম পাস আর যৌন চাহিদার জন্য করা হয় সেটাতেই সুখ বেশি ।
আমিই বোকা,তোমার কোন দোষ নেই ।তোমার প্রেমে পড়ার আগে আমার বুঝা উচিত ছিল আমি তোমার যোগ্য না ।অবশ্য এতে তুমিও দোষী ।তুমি প্রচন্ড ভালবাসা ছড়িয়ে দিয়েছিলে আমার জগতজুড়ে,সেই ভালবাসার ভয়াল থাবায় একটা বারও ভাবতে ইচ্ছা করেনি যে,তুমি আমাকে ছেড়ে চলে যাবে !
তুমি কখনো একটু বললেনা কেন যে আমার সাথে টাইম পাস করতেছো,আমিও না হয় করতাম :'(
তাহলে আজ এতো কষ্ট বয়ে বেড়াতে হতো না ।তুমি তো দিব্যি সুখে আছো ।নতুন সঙ্গী খুঁজে পেয়েছো,আহা কত রঙিন তোমার জগত ।
আর আমি !
তোমার সেই টাইম পাসের সময়গুলি বুকে নিয়ে এখনো আশায় আছি,তুমি ফিরে আসবে !
কত বড় বোকা আমি তাইনা !
তুমি আমাকে ভালবাসা শিখিয়েছো,আমার লেখা প্রায় ৩৫ টা গল্পের অণুপ্রেরণায় ছিলে তুমি !
তোমাকে নিয়ে প্রায় ১০০ টা কবিতা লিখেছি এবং লিখে চলেছি ।আরো লিখবো.....
তুমি হয়তো একদিন পুরোপুরি ভুলে যাবে আমায়,হয়তো ইতোমধ্যেই ভুলে গেছো ।ভুলে অবশ্য ভাল করেছো,বেশ সুখেই চলছে দিন তোমার ।
ভালবেসে বোধহয় আমিই হেরে গেলাম তাইনা ?
আমি আর তোমাকে ভুলতে পারলাম না ।এতোদিনে যখন পারিনি,কোনদিন পারবোওনা ।
মাঝে মাঝে ভাবি অতীতকে ভুলে নতুন কাউকে নিয়ে শুরু করি ।
বিশ্বাস করো,
তোমার কথা ভেবে তাও পারিনা ।
আমার তোমাকে অবিশ্বাস করতে ইচ্ছা করেনা ।বিশ্বাস করি তুমি ফিরে আসবে প্রিয়তমা ।আসবেনা বলো ?
তোমার চিঠির কথাগুলি কি মিথ্যে হতে পারে বলো ?
তবু এটাই বাস্তবতা জানি,
হয়তো আর কখনো আসবেনা কারন আমাকে আর তুমি ভালবাসনা।তোমার সব কামনা অন্য কাউকে নিয়ে,জানি। :'(
আমাকে তো সত্যি সত্যি ভুলেই গেছো ।মুখে বলতে সবসময় আমি তোমার মনের মধ্যে থাকি ।কৈ এখন তো একটাবার মনেও করোনা ।ফোন হাতে সবসময় অপেক্ষা করেছি তোমার জন্য,কৈ তোমার তো কোন খোঁজ নেই !
এ তোমার কেমন ছলনা ?
এটা কি ঠিক রূপা ?
একটা মানুষের সরল বিশ্বাস ও ভালবাসা নিয়ে এতোটা জল ঘোলা করা কতটা যৌক্তিক !
ধুর কাকে কি বলি !
ভালবাসার সংজ্ঞাও তো ঠিকমতো এখনো বোধহয় জানোনা ।যদি জানতে কখনোই দূরে সরে থাকতে পারতেনা,ঠিক আমার মতো ।
আমাকে দেখো,
ঠিক একসাথে দুজনে দুজনার প্রেমে পড়েছিলাম ।আমি এখনো তোমাকে ভালবাসি আর তোমার কোন খোঁজ নেই !
অথচ কি চমত্কার ভাবেই না তুমি আমাকে ভালবাসা দিয়েছিলে ! মনে আছে রূপা ?
তোমার ঘাই হরিণীর মতো চোখ দুটো কতদিন আমার জন্য অপেক্ষা করেছে,ভুলে গেছো ! এতো সহজে ! সম্ভব ?
হ্যা সম্ভব ! তোমার জন্য সম্ভব ।ভাল তো আর ভাসোনি ।তাইনা ? নিজের নিঃসঙ্গতার জন্য আমাকে প্রয়োজন হিসেবে ব্যবহার করেছো ।তাইনা ?
আমিও কি চমত্কারভাবে তোমাকে দিনের পর দিন ভালবেসেছি ! কত বোকা আমি তাইনা রূপা ?
উপরের সব কথাই আমার প্রচন্ড অভিমানের বহিঃপ্রকাশ ।
আমি এ কথা বিশ্বাস করিনা যে,
তুমি আমাকে ভালবাসোনি ।
আমাদের কাছে আসার সময় গুলি মিথ্যে হতে পারে বলো ?
থর থর প্রথম কম্পনের স্পর্শ,হেমন্তের কোন এক সকালে তোমাকে নতুন করে পাওয়া,
আমার অপরিণত জগতে তোমার একরাশ প্রেম বিলানো এসব কি মিথ্যা হতে পারে বলো !
জানিনা আর কোনদিন ফিরে আসবে কিনা ।মন বলে আসবে ।শুনেছি সত্যিকারের প্রেমগুলি একসময় আরো বেশি খাঁটি হয়ে ফিরে আসে ।
আমার কাছে তোমার দেওয়া স্মৃতি বলতে শুধু চিঠিগুলিই আছে ।আমার অগোছালো জগতের এক কোণে পড়ে আছে ।
আর নিউরন ভর্তি শুধু তুমি তুমি আর তুমি ।
এসব কি সব মিথ্যে হয়ে যাবে !
না ।তা হয় কি রে ।
তুমি তো কথা দিয়েছিলে ।আশা করি চিরদিন দূরে থাকবেনা ।
ফিরে আসবে খুব তাড়াতাড়ি ।আমাদের আবার দেখা হবে বসন্তের বুকে অন্য কোন পথে...
মন সবসময় তোমাকে ভুলে যেতে বলে ।
মনের সাথে যুদ্ধটা অনেক বেশি কঠিন রূপা ।
এই যুদ্ধে পরাজিত হয়ে
কত প্রেমিক প্রেমকে নর্দমার কীটের মতো তুচ্ছ করে দিয়েছে ।এ ঘাট থেকে ও ঘাটে সব ঘাটের জল খেয়েছে ।
আমাকে আর মন পরাজিত করতে পারেনা ।
তোমার প্রতি প্রচন্ড ভালবাসা আর বিশ্বাস আমাকে মনের বিরুদ্ধে যুদ্ধে সবসময় জিতিয়ে দেয় ।
শুধু হারিয়ে দাও তুমি ।
তুমি আমাকে ভুলে যাও কেন রূপা ?
কেন আমাকে ছেড়ে তুমি চলে গেছো ?
আমার এতো এতো ভালবাসা কোন মোহে অবহেলা করলে ?
একটা মেয়ে কি চায় ! ভালবাসা নাকি অন্যকিছু ?
যদি মিছেমিছে তোমাকে ভালবাসতাম তাহলে বোধহয় এতো কষ্ট পেতাম না,
তোমাকে এতোটা দীর্ঘ সময় পরে এসেও এতোটা প্রকটভাবে মনে রাখতাম না,
তোমাকে নিয়ে এতো ভাবতাম না,এতো লিখতাম না ।
তোমার মতো নির্লিপ্ত ভাবে আমিও ভুলে থাকতে পারতাম ।
আসলে কি আমাকে তুমি কখনো ভালবাসোনি রূপা !
কখনোই কি বাসনি ?
হেমন্তের মিষ্টি রোদে সেই প্রভাতে তোমাকে নতুন করে পাওয়ার দিনটা কি মিথ্যে ছিল !
আমাকে দেওয়া তোমার সমস্ত প্রেম কি শুধুই ভণিতা ছিল ?
প্রথম হাত ধরে দুজনে কেঁপে ওঠার মুহুর্তটা কি নিছক কামোত্তজনার বহিঃপ্রকাশ ছিল !
তোমার অপেক্ষা করার বিরক্তিতে ঘোলাটে চোখ শুধুই ছলনার প্রতিক ছিল !
আমাকে দেওয়া তোমার সমস্ত চিঠি,রোজ আমাকে দেওয়া চকলেটগুলি,
আমাকে করা
শুভকামনাগুলি,
গোলাপের পাঁপড়িরা,আমাদের প্রিয় হিমান্ত ফুল-এসব কি সব মিথ্যা রূপা !
তোমাকে ভুলে থাকতে পারিনা ।কেন না আমি জীবনে একমাত্র তোমাকেই নেশার মতো করে ফেলেছি,নিজের মাঝে যা কিছু ছিল সব উজার করে ভালবেসেছি ।
সেই তুমি আমাকে ভুলে যাবে রূপা !
এতোটা নিষ্ঠুর হবে তুমি !
আমাকে এভাবে ছলনায় বেঁধে তোমার কি লাভ ?
আমার সাথে কি তোমার কোনদিন কোন শত্রুতা ছিল ?
আমাকে কেন ভালবাসলে তুমি,
এখন তবে কেন আমায় ভুলে থাকবে ?
আমি তো তোমাকে ভালবেসেছি মন থেকে,একটুও ভেজাল নেই আমার ভালবাসাতে ।
কত কথা দিয়েছিলে ।
কোন কথাইতো রাখলেনা ।
ভালবাসা কি তবে
হেরে গেলো !
তুমিওতো একটা মানুষ...
কেমনে পারো এসব!!!
ইতি-
'স্বাধীন' ইসলাম
(তোমার হিমু)
________
😥😥😥
Comments
Post a Comment