প্রথম পর্ণ দেখা,প্রথম বাল কাটা, প্রথম হস্তমৈথুন,প্রথম স্বপ্নদোষ
প্রথম পর্ণ দেখা,প্রথম বাল কাটা,
প্রথম হস্তমৈথুন,প্রথম স্বপ্নদোষ
---
প্রথম স্বপ্নদোষঃ
প্রথম স্বপ্নদোষ হয়েছিল ক্লাস
ফাইভে থাকে ।
রাতের বেলা ঘুমিয়েছিলাম ।
হঠাত্ স্বপ্নে দেখি এলাকার এক
সুন্দরী মাইয়ারে বেতবাগানে
চিত্ কৈরা কুপাইতেছি :-D
হায় হায় কুপানো শেষ হওয়ার
আগেই দেখি ঘুম ভেঙ্গে গেছে ।
হঠাত্ খেয়াল করি প্যান্ট ভিজা !
ভয়ংকরভাবে ভয় পেয়ে
গেছিলাম ।
ভাবলাম পিশাব করে দিলাম
নাকি ! :-D
আমার আবার অনেকদিন বিছানায় পিশাব করার অভ্যাস ছিল ।হাত দিয়া দেখি এটা পিশাব না ।আঁঠালো কিছু একটা ।
কাউকে এ ঘটনা বলিনি ভয়ে ।
তারপর আরো অনেক পরে
বাড়িতে থাকা ইসলামিক বইপত্র ঘেঁটে দেখি এর নাম স্বপ্নদোষ !
পৃথিবীর প্রত্যেকটি পুরুষের এটার ভেতর দিয়ে যেতে হয়েছে ।
তারপর দেখে স্বপ্নদোষটা উপভোগ করা শুরু করি ।ঐ বয়সে যে মেয়ের দিকে একবারের বেশি দুইবার তাকিয়েছি,
তাকেই রাইতে চিত্ কৈরা
কুপাইতাম আর সকালে উইঠ্যা
দেখতাম প্যান্টের সাথে জিনিস
আঁটার মতো আঁটকে আছে 😁
আমার শেষবারের মতো স্বপ্নদোষ হয়েছিল সম্ভবত ক্লাস এইটে
থাকতে ।
বড় মিস করি স্বপ্নদোষের
রাতগুলি ।
প্রথম বাল কাটাঃ
বাল কাটা শব্দটাকে খারাপ
ভাবে নিবেন না প্লিজ ।
এর কোন ভাল সংজ্ঞা আমার
জানা নেই ।
যাউক গা,
ইসলামিক বই পুস্তক পাঠ করে
ততোদিনে জেনে গেছি আমার
নাভীর নিচে যে চুলগুলি গজিয়েছে তা কাটতে হয় ।
তখন আবার নামায পড়তাম ।
এই চুল কাটার নিয়ম কানুন তো আমি জানি না ।
মাথায় খেলতেছিল না,কেমতে কাটুম এই চুল,কিভাবে সাফ করুম এই জঙ্গল 😥
প্রথম কয়েক বছর সম্ভবত কাটিই নাই কারন কিভাবে কি করবো বুঝতে পারিনি ।
তখন ক্লাস সেভেনে পড়ি ।
এদিক সেদিক অনেক কথায় জেনে গেছি ব্লেড দিয়া ঐ চুল কাটতে হয় ।ক্রিম মারা সম্পর্কে তখনো জানতাম না ।
তিনটাকা দিয়ে পাড়ার দোকান থেকে একা একা লুকিয়ে একটা ব্লেড কিনি ।
ব্লেড নিয়ে সোজা বাথরুমে হান্দায় গেলাম :-D
লুঙ্গি খুইল্লা ধারালো বেড চালাইলাম জিনিসের উপরে :-D
ভয়ে তখন আমার হাত কাঁপতেছিল,যদি একটা পোঁস লাইগা যায় নুনুতে 😂
তাইলে তো জীবনে আর বিয়াই করতে পারুম না :-D
শুধু ব্লেড দিয়া কাম অইতেছিল না ।এদিকে অনেকক্ষণ ধরে বাথরুমে বসেছিলাম দেখে বাইরে ডাকাডাকি শুরু হয়ে গেল :'(
মেজাজ খারাপ করে বের হয়ে এলাম ।টিভি ছাইড়া দেখতে লাগলাম ।জিলেট ব্লেডের একটা এডে দেখলাম কেমতে দাঁড়ি কাঁটে :-D
ল্যাও ঠেলা :-D
মেঝো ভাইয়ের শেভ করার মেশিনটা চুরি কৈরা তাতে ব্লেড ঢুকাইয়া চোখ বন্ধ কৈরা কাইট্যা ফেললাম হালার চুল :-D
প্রথম পর্ণ দেখাঃ
প্রথম পর্ণ দেখেছিলাম ক্লাস
এইটে থাকতেই ।
এদিক সেদিক দিয়ে অনেক কথা কানে আসতো ।
তখন আসলে বয়সটাই এমন ছিল ।একদিন ব্রিজের উপর বসেছিলাম ।নাম প্রকাশ করবো না,পাড়ার এক পরিচিত বড় ভাই,আমার পাশে বসে ভিডিও গান শুনতেছিল ।আমি একটু তাকাতেই দেখি,গান হচ্ছিল ঠিকই কিন্তু ভিডিও ছিল অন্য কিছু ।ঐ যে রাইতে স্বপ্নদোষ অইতো যেভাবে আর কি :-D
ঐটাই ছিল প্রথম পর্ণ দেখা ।
প্রথম হস্তমৈথুনঃ
হস্তমৈথুনকে খাঁটি বাংলায় বলে
হাত মারা :-D
ইংরেজীতে বলে মাস্টারবেট (Masterbate) ।
ক্লাস নাইন টেনে থাকতে নিয়মিত হস্তমৈথুন করতাম ।
এই জঘন্য ব্যাপারটা ছেড়েছি
এসএসসি পাশ করার পর ।
প্রথম হস্তমৈথুনটা ছিল
ভয়ংকর ।
আমার তখন নোকিয়া সিরিজের একটা ছোটখাটো ফোন ছিল ।
ইমরান হাশমির ভিডিও গান
দেখতেছিলাম একদিন দুপুরে :-D
হঠাত্ মনে হলো আমার লিঙ্গ থেকে কিছু একটা বের হতে চাচ্ছে 🐽
কৌতূহলবশত হাত দিতেই মধুর চাক ভেঙ্গে মধু বের হতে থাকে ।
আহারে কি সুখটাই না পাইছিলাম :-D
এরপর থেকে প্রায়ই হস্তমৈথুন করতাম ।
স্কুলের সুন্দরী ও হট মেয়েদের ভেবে ভেবে যে কত বার মৈথুন করেছি তার হিসাবটা বোধহয় কিরামান-কাতেবীন নামক ঘাড়ে বসে থাকা দুই ফেরেশতার কাছেও নাই।
হস্তমৈথুন একটা জঘন্য কাজ ।
এই ব্যাপারটা জানার পর আর
কখনো করিনি ।
মনে রাখবেন-
আপনি যতো বেশি মৈথুন করবেন আপনার বীর্য ততোবেশি তরল হয়ে যাবে ।
মনে রাখবেন,তরল বীর্য সন্তান উত্পাদনে অক্ষম ।
ঘন বীর্য ব্যতীত সন্তান হয়না ।
আসলে ঐ বয়সটাতে একবার মধুর চাক ভাঙলে খালি ভাঙতে ইচ্ছা করে ।
চরম সুখে মধুর চাক ভাঙতাম ।
এখন তো ইচ্ছাও করেনা ।
মধুর চাকে এখন আর হাত
দেইনা,কেউ একজন একদিন
আসবে,তার জন্য জমা রেখেছি ।
মানুষের বয়স অনেক কিছু বদলে দেয় ।বয়স বাড়ার সাথে সাথে আবেগ থেকে বেশি গুরুত্ব দিয়েছি যৌক্তিকতাকে ।
যাহোক,
সেইসব দিনগুলি এখন খুব মনে পড়ে ।
বিশেষ করে হস্তমৈথুন আর স্বপ্নদোষের দিনগুলি ছিল জীবনের শ্রেষ্ঠ সময়।।
😊
Comments
Post a Comment