সেক্সের সময় স্তনের ব্যাপারেঃ
সেক্সের সময় স্তনের ব্যাপারে মেয়েদের সতর্ক থাকা উচিত ।
সারাবিশ্বে প্রতিবছর বিপুল সংখ্যক নারী স্তন ক্যান্সারে মারা যাচ্ছে ।
তাই সেক্স করার সময় স্তনের উপর মেয়েদের নজর রাখা উচিত ।
কেন এ কথা বলছি সে কথা এখন বলবো-
এখনকার মেয়েরা প্রেম করে পায়জামা ঠান্ডা করার জন্য ।
আমি সেই আলোচনায় আজ যাবোনা ।
শুধু এটা বলতেছি যে,
পায়জামা ঠান্ডা করতে গিয়ে প্রেমিকারা ছেলেদের হাতে নিজেদের সঁপে দেয় ।বিয়ের আগেই একে অপরকে স্বামী-স্ত্রী ভেবে আকাম কুকাম করতে থাকে ।
তা করে করুক,সে বিষয়ে আজ লিখবোনা ।
আমি শুধু এটা বলতে চাচ্ছি যে,
সেক্সের সময় যখন একটা মেয়েকে ছেলে পায় তখন ছেলেটা হায়েনার মতো প্রথমেই ঝাঁপিয়ে পড়ে মেয়েটার বুকে ।
সামনে থেকে,পিছন থেকে,কোণাকুণি থেকে ছেলেরা ইচ্ছে মতো মেয়েদের স্তন চাপাচাপিতে ব্যস্ত থাকে ।
"উফ আস্তে....ব্যথা পাচ্ছিতো " বলেও অনেক মেয়ে চিত্কার করে ।
প্রেমিকাদের স্তন প্রথমে ছোট সাইজের একটা পেপের মতো থাকে ।এই কচি পেপেতে যখন চাপ পড়ে তখন পেপের ভেতরে প্রচন্ড চাপ খায় ।
মনে রাখা উচিত যে,
স্তন একটা মাংসবহুল অংশ ।কোন হাড় নেই ।খুব সেনসেটিভ একটা অংশ ।
যখন একটা ছেলে পাঁচ আঙুল দিয়ে স্তনে জোরে চাপ দেয় তখন স্তনটা প্রচন্ড চাপ খায় এবং ভেতরে ব্যথা করে এবং এই ব্যথা জমে যায় এবং রক্ত জমে যেতে পারে ।
এই জমাট রক্তই পরবর্তীতে স্তন ক্যান্সার তৈরি করে ।
আমি ছেলেদের একটা কথা বলবো-
প্রেমিকাদের স্তন চাপাটা সহনশীল পর্যায়ে রাখুন ।অতিরিক্ত উত্তেজনায় প্রচন্ড চাপ এবং কামড় বসানো থেকে বিরত থাকেন ।
যদি উত্তেজনায় চাপতেই হয় ,কামড়াইতেই হয় তাহলে স্তনের বোঁটা চাপুন,কামড়ান কিন্তু মাংস ভরা স্তনে অতিরিক্ত চাপ এবং দাত বসানো থেকে বিরত থাকুন ।
এটি স্তন ক্যান্সারের কারন হতে পারে পরবর্তীতে ।
মেয়েদেরও এ ব্যাপারে সতর্ক থাকা উচিত, ।
নিজের স্তনকে ক্যান্সারে আক্রান্ত করা থেকে বাঁচান ।
সারাবিশ্বে অল্পবয়সী মেয়েদের ভেতর মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এ ক্যান্সার ।
বেশি চালাক মেয়েরা ভাবতে পারেন,
ধ্যাত কি বাল হবে এতে ।
মনে রাখবেন,
যৌবনের এই একগুঁয়েমি মাঝবয়সে আপনাকে পঁচাতে পারে ।
মাঝবয়সটা চরম ঝুঁকিতে থাকে।
এই ব্যাপারটা নিয়ে আগেও আমি কটা স্ট্যাটাস দিয়েছিলাম,ব্রা এবং পেন্টি নিয়ে ।
এটা এই বিষয়ে তৃতীয় পোস্ট ।
সামান্য সচেতনতাই রক্ষা করতে পারে আমাদের দেশের মেয়েদের তাই সতর্ক থাকুন,সচেতন হোন,অন্যকে সচেতন করুন,স্তন ক্যান্সার প্রতিরোধ করুন ।।
:-)
➥
💻 m.facebook.com/bdshadhin2016
➥
🔳 নিশাচর পথচারী মনিরুল ইসলাম (স্বাধীন)
Comments
Post a Comment