বুর্জোয়ার প্রিয়তমা

#কবিতা

বুর্জোয়ার প্রিয়তমা,প্রলেতারিয়েতের বিপ্লব এবং বিপ্লবের বীর্যখনি ভিসুভিয়াস
-----

আমি তো অনেক আগেই
তোমাকে বলে দিয়েছিলাম-
তোমার উজ্জ্বল গোলাপী ঠোঁটের মতো
এ শহরের কিছুই অক্ষত থাকবে না ,বেড়ে যাবে ফিলিস্তিনের কাঁন্না,
সুন্দরতম সবকিছু বিনাশ হবে,
ইসরাইলের হিংস্র আগ্রাসনে ধ্বসে
যাবে ফিলিস্তিনি মায়ের গর্ভ,
থাকবে না এই আমার উদ্যোম বাহুতে তোমাকে গ্রহণের আশ্চর্য  ক্ষমতা,
তোমার যৌনাঙ্গে অনবরত খননে ক্ষোভে ফুঁসে উঠবে বিপ্লবের ভিসুভিয়াস,
আমি তোমাকে অনেক আগেই
বলেছিলাম,
তোমার চিত্‍কার পৌছে যাবে
হিমালয়ের চূড়ায়,
প্রচন্ড ভূমিকম্পে কেঁপে উঠবে প্রাণের বাংলাদেশ,
সমস্ত পিরামিড ধ্বসে যাবে,
আমার সমস্ত যৌন ক্ষমতা ক্ষয়ে যাবে তোমার গর্ভে অন্য কারো বীর্যের অণুপ্রবেশে !

এসব তো আমি আগেই
জানতাম প্রিয়তমা,
যেদিন থেকে তোমাকে মেঘের মতো ধীরে ধীরে দূরে সরে
যেতে দেখেছি,
আমি তো জানি,আমি তোমাকে বহু আগেই বলেছি-
তোমার চামড়ার ঘ্রাণ বিলানোর সফলতার বিড়ালেরা একদিন
মিউ মিউ স্বরে চুমু খেয়ে
যাবে তোমার বক্ষে,
আমি তখনই জেনে যাবো-
এই দেশ অথবা
কোন একদিন গোটা দুনিয়া বুর্জোয়াদের কবলে চলে যাবে,
যেমন তুমি চলে গেছো,
সবচেয়ে সুন্দর ভালবাসাকে ফেলে বুর্জোয়াতে তুমি বিসর্জিত হয়েছো,
তোমার কোমড়ের থরথর কাঁপুনি কত যে স্বপ্ন ভেঙ্গেছে শুধু আমি জানবো আর পৃথিবীর অবশিষ্ট সভ্যতা আমার দুঃখে কাঁদবে !

আমি জানি একদিন সব বিপ্লব
থেমে যাবে,
কথিত এই সমস্ত বিপ্লবীরা
অস্ত্র জমা দিবে অথবা নানা উপায়ে ফাঁদে ফেলে সব শালার কাছ থেকে ওরা অস্ত্র কেড়ে নিবে,
যেমন লাল নীল মোহে তুমি ছেড়ে গেছে আমায়,
প্রিয়তমা সেইদিন ই তো বিপ্লবের মৃত্যু হয়েছে,
আমি তো তোমাকে বলেইছিলাম
কলম্বিয়ায় ফার্ক গেরিলার আত্মসমার্পণে উবে গেছে সমস্ত বিপ্লবের স্বপ্ন,
উবে গেছে আরেকটা চে'র জন্মের স্বপ্ন,
যেমন তোমার গর্ভে জন্ম নিবে আরো একটা বুর্জোয়া,
অথচ আমি চেয়েছিলাম জন্ম হোক আরেকটা মুজিবের,
বজ্র কন্ঠে জয় বাংলা বলে আরেকবার চিত্‍কার করবে আমার সন্তান-
আমি তো অনেক আগেই জানতাম,
তোমার গর্ভে অত্যাচার জন্ম নিবে,
পৃথিবীর অবশিষ্ট মানবতা হত্যা করবে সে,
আমার দুঃখসঙ্গী সভ্যতাকে গলাটিপে হত্যা করবে সে-
আমাকেও শেষ করে দিবে,
শেষ করে দিবে বিপ্লবকে,
অনাদরে পড়ে থাকবে চে'র
সমস্ত বানী,
অসাড় হয়ে যাবে আমার
বিপ্লবের স্বপ্ন,
প্রিয়তমা তোমার মতোই
একদিন সবকিছু আমায় ছেড়ে
চলে যাবে !

আমি তোমাকে জানিয়ে দিচ্ছি প্রিয়তমা-
এই দেশের সব মানুষ কাকের বাচ্চার মতো বিপ্লবহীন মিছিলের
ভান ধরে আমাকে রাজপথে
টেনে নিয়ে যাবে অস্ত্রহীন,
আর পুলিশের গুলি খেতে খেতে শুয়োরের বাচ্চার মতো
মরে পড়ে থাকবে ওরা,
মুছে যাবে ফিলিস্তিনের বাকী
স্বপ্ন,
প্রভাতের সূর্য আর দেখবেনা
সিরিয়ার শিশুরা,
আইএসের হাতে একে একে
চলে যাবে সমস্ত ভূখন্ড ।

আমাদের সুন্দর সবুজ বাংলাদেশ চলে যাবে বুর্জোয়াদের দখলে,
হুমায়ূন আজাদের প্রিয় দেশ,
তোমার প্রিয় হুমায়ূনের কৃষ্ণপক্ষ,
রুদ্রের বিরহ প্রেমের দহন,
মমতাময়ী মা জাহানারা ঈমান,
তার বীর সন্তান রুমী,
বীরশ্রেষ্ঠ মতিয়ারের দেশপ্রেম,
করাচিতে রেখে এসেছিল নতুন
বউ-
এ সবকিছু দখল করে নিবে
মৌলবাদের নষ্ট চিন্তা,
আমাদের প্রভাতে দেখা করার
জায়গাটা কেড়ে নিয়ে
কোন বুর্জোয়া খায়েশ মেটাবে
তোমার মতো প্রেমিকার,
তোমার মতোই অসুন্দর হয়ে
যাবে একদিন সবকিছু,
আমার প্রিয়তমা,আমার সবচেয়ে সুন্দর প্রেমিকা,
আমার অপার্থিব প্রেমের দেবী,
আমার বিপ্লবী সন্তানের মা-
কেন ! কেন চলে গেলে তুমি ?
আমি তো বলেই দিয়েছিলাম অনেক আগে-
তুমি চলে গেলে আঁধারে ঢেকে যাবে আমার পৃথিবী,
আমার আর আমাদের সমস্ত আলাপন
মিথ্যে হয়ে যাবে,
তুমি চলে গিয়ে সত্যকে চাপা দিয়েছো,
তুমি বুর্জোয়া প্রেমিকা,
আমি প্রলেতারিয়েত প্রেমিক,
এটাই এখন সবচেয়ে শাশ্বত সত্য,
তোমার উগ্র যৌনতায় 
আমার বুকে রুদ্ধশ্বাসে কষ্ট জমে যায়,
তুমি অভিশপ্ত হয়ে গেছো প্রিয়তমা,
তোমার পতনের দিকে চেয়ে থাকে সভ্যতা,
তুমি ধ্বসে যাও,কয়েক টুকরো মাংসপিন্ডের রাজত্ব আর কতদিন চালাবে তুমি ?
তোমার বিসর্জনে হাসবে পৃথিবী,
তোমার বুর্জোয়ারা ভেঙ্গে যাবে একদিন দেখো ।

প্রলেতারিয়েতের চিত্‍কার বিফলে যায়নি কোনদিন,
এ বিপ্লব থামার নয়,
কোটি গর্ভ চেয়ে থাকে ভিসুভিয়াসের দিকে,
ওরা জ্বলতে চায়,জ্বালাতে চায়-
একদিন পৃথিবী হাসবেই !
শান্ত,সুন্দর,সত্য ভিসভিয়াসীরা
জন্ম দিবে কোটি কোটি বিপ্লবীর,
আমি হয়তো সেইদিন থাকবো না,
কিন্তু আমার স্বপ্ন থাকবে-
ভিসুভিয়াসের দল স্বপ্ন বহন
করতে জানে,
তুমি হয়তো জানোনা হে বুর্জোয়া প্রেমিকা-
আমি ভিসুভিয়াসের সহোদর !!

____

(এখন থেকে নিয়মিত কবিতা পোস্ট করবো। এই কবিতাটা ২০১৮ এর কোরবানী ঈদের আগের রাতে লেখা।)

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬