আমাদের উঠতি প্রজন্মের বিজয় দিবসের সংজ্ঞাঃ
হেলো গাইশ ইও ইও,
সভাই খেমন আশেন ।
চলে এলো আমাদেড় ভিযয়
ঢিবস ।কঠতম টা মনে
নাই ।জাহোক,
ভিজয়ের শুভেচ্চা ।
ইও ইও ।
ভিজয় ঢিবস
উপলক্ষ্যে আমড়া ফ্রেন্ডরা পার্টি দিবো ।ইও ইও বন্ধুরা,
পার্টি হপ্পে ।
আমাড় সভ ফেশভুক
বন্দুঢেড় য়ামন্ত্রণ
ড়ইলো ।ইও ইও ।
গাইশ আমি আমার গফের সাথে ডেটিংয়ে যাভো ।
গফ বিজয় ঢিবস
উপলক্ষ্যে ড়ুম ডেট করতে রাজি অয়েছে ।ইও ইও ।আজ
খেলা হপ্পে ।
আজকে ভিজয় ঢিবসে আমার মিশন সাকশেষ হভে ।
ইও ইও ।থ্যাংকু ভিজয়
ঢিবস ।
........
........
এই হচ্ছে আমাদের
উঠতি প্রজন্মের বিজয়
দিবসের সংজ্ঞা ।
কথিত ভাল স্কুল,কলেজ,ভার্সিটিতে
পড়েও দেশপ্রেমের নুন্যতম সংজ্ঞাটাও এরা জানেনা ।
এদের কেউ শিখায়ও
নাই ।
এদের কাছে দেশপ্রেমের গুটিকয়েক সংজ্ঞা বেশ জনপ্রিয়,যেমন-
বাংলাদেশ ক্রিকেট টিম ও ক্রিকেট খেলোয়ারকে ভালবাসা,
এটা এখন দেশপ্রেমের
বিরাট বড় সংজ্ঞা ।
বিজয় দিবস ও অন্যান্য
দিবসে এরা ফেসবুক
প্রোপিকে লাল সবুজ পতাকা দেয় ,এটা একটা দেশপ্রেম বটে ।
বিজয় দিবস
উপলক্ষ্যে দেশের সমস্ত পাবলিক প্লেসে সেজেগুঁজে যাওয়টা হচ্ছে এই প্রজন্মের দেশপ্রেম ।
আর মহাদেশপ্রেমিক প্রেমিক সমাজকে দেখা যাবে পার্কের ফাঁকা জায়গায় ।এরা বিজয় দিবস এভাবেই উদযাপন
করে ।
এরা দেশ,মাটি,মানুষ,জাতীয়তাবোধ এসব সম্পর্কে পুরোই
অজ্ঞ ।তবুও আপনি এদের কথিত দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না ।যদি করেন তাহলে এরা আপনাকে ক্ষ্যাত,
আনস্মার্ট আর সেকেলে বলে তিরস্কার করবে ।
দেশপ্রেমের কথা আসলে এরা একটা বাক্যেই নিজেদের বিরাট দেশপ্রেমিক হিসেবে জাহির করবে যে,"আমি মুজিব সৈনিক",
"আমি জিয়া সৈনিক"।
এদের প্রিয় গানের তালিকায় কোন বাংলাদেশী গান থাকেনা,
থাকেনা কোন শিল্পী ।
এ সম্পর্কে কিছু বললেই তারা বলে এদেশে ভাল কিছু হয়না ।
এরা জানেনা যে এদেশে যা আছে তা অনেক দেশেই নেই ।
এরা সাবিনা ইয়াসমিন,
রুনা লায়লাকে চেনেনা কিন্তু শ্রেয়া ঘোষাল,সুনিধী চৌহানদের ভাল চেনে ।
এরা সুবির নন্দী,আব্দুল জব্বারদের চেনেনা,
চেনে অরজিত শিং অর অনুপমদের ।
এরা জানেনা যে আমাদের একজন রাফা আছে ।এরা শুধু ঐ অনুপমের
"আমাকে আমার মতো থাকতে দাও" ভাল জানে ।
জাতীয়তাবোধের সংজ্ঞা এরা জানেনা ।
এদের কাছে দেশপ্রেমটা বড়জোর মোবাইলের ব্যাকপার্টে লাগানো পাঁচ টাকার ছোট পতাকার মতো ।
যাহোক,
৪৮ তম বিজয়ের শুভেচ্ছা জানাই প্রত্যেককে ।
প্রজন্মের ভেতর জাতীয়তাবোধ ও দেশপ্রেম গড়ে উঠবে এই কামনা করি ।
দেশপ্রেম একটা মানসিক ব্যাপার ।আপনার ভেতর সেটা গড়ে তুলুন ।আপনার পরবর্তী প্রজন্মের ভেতর সেটা ছড়িয়ে দিন ।
সঠিক দেশপ্রেম ও জাতীয়তাবোধ আমাদের মতো উঠতি
রাষ্ট্রের জন্য সবচেয়ে
কল্যাণকর ।
ভালবাসি বাংলাদেশ,
ভাললাগার বাংলাদেশ,
ভালবাসার বাংলাদেশ ।। ❤
➥
💻 m.facebook.com/bdshadhin2016
➥
🔳 নিশাচর পথচারী মনিরুল ইসলাম (স্বাধীন)
Comments
Post a Comment