যৌন শিক্ষার আসর-০৩

যৌন শিক্ষার আসর-০৩
- - -

আজকের বিষয় কনডম ।
আমাদের দেশে ব্যাপক হারে কনডমের ব্যবহার বেড়ে গেছে ।
বিবাহিতদের থেকে বেশি ব্যবহৃত হচ্ছে অবিবাহিতদের দ্বারা ।
কথা হচ্ছে,
সঠিক কনডমের ব্যবহার কয়জনে জানে ?

হুস করে খুলেই ঠুস করিয়ে লাগিয়ে শুরু করে ঠাপ !
এতে অনেক সময় হিতে বিপরীত হতে পারে ।
তাই জানতে হবে কনডম ব্যবহারের সঠিক নিয়ম ।

পরিবের পরিকল্পণা অধিদপ্তরের সম্পত্তি যা বিক্রয়ের জন্য নহে সেই "নিরাপদ" কনডমের প্যাকেটের ভেতরের একটি কাগজে খুব সুন্দর করে কনডম ব্যবহার বিধি লেখা রয়েছে ।
অধিকাংশেরই সেটা পড়ার মতো ধৈর্য্য থাকেনা ।
আজ "নিরাপদ" কনডমের প্যাকেটের  সেই লেখা হুবহু  পর্যায়ক্রমে তুলে
ধরলাম-

কনডমের ঠিক ও সামঞ্জস্যপূর্ণ ব্যবহার আপনাকে নিম্নবর্ণিত বিষয়ে সূরক্ষা দেবে,

(ক) অপরিকল্পিত গর্ভধারণ

(খ) যৌনবাহিত রোগ,যেমন-গনোরিয়া,সিফিলিস,ক্যমাডিয়ান সংক্রমণ,লিঙ্গের হারপিস ইত্যাদি এবং HIV/AIDS. হতে রক্ষা করে

(গ) কোন পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা নেই

(ঘ) যৌন মিলনে আনন্দ বাড়ায়

অত্যন্ত প্রয়োজনীয়ঃ
সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার জন্য দয়া করে সংযুক্ত নির্দেশনাবলী পালন করুন ।
সঠিক ব্যবহার বিধি পালন না করলে সর্বোচ্চ সুরক্ষা পাওয়া যাবেনা ।

কনডমের ব্যবহারবিধিঃ

(১) কনডম ব্যবহারের পূর্বে মেয়াদ উত্তীর্ণের তারিখ ও ল্যামিনেশন / প্যাকেট অক্ষত আছে কি-না তা দেখে নিতে হবে ।

(২) সহবাসের আগে কনডম প্যাকেট থেকে খুলে উত্থিত পুরুষাঙ্গে পরে নিতে হবে ।

(৩) কনডম পরার সময় সামনের অংশ টিপে ধরে নিতে হবে যেন উত্থিত পুরুষাঙ্গে পরার পর সামনে ১.৫ সেন্টিমিটার অতিরিক্ত জায়গা বীর্য ধারনের জন্য থাকে এবং সেখানে কোন বাতাস না থাকে ।বাতাস থাকলে কনডম ফেটে যেতে পারে ।

(৪) বীর্যপাত হওয়ার পরপরই উত্থিত থাকা অবস্থায় কনডমের গোড়া চেপে ধরে যোনিপথ থেকে পুরুষাঙ্গ বের করতে হয় ।এই সতর্কতার উদ্দেশ্য হলো যাতে করে কোনো বীর্য যোনিপথে ঢুকে যেতে না পারে ।

(৫) কনডম কাগজে মুড়িয়ে বা প্যাকেটে জড়িয়ে ডাস্টবিনে ফেলতে হবে অথবা সম্ভব হলে মাটিতে পুঁতে ফেলতে হবে ।ব্যবহারের পর এমন স্থানে ফেলতে হবে বা বিনষ্ট করতে হবে যাতে অস্বস্তি বা লজ্জাকর অবস্থার সৃষ্টি না হয় ।

(৬) কনডম কখনো টয়লেটের কমোড বা প্যানে ফেলা যাবে না ।কারণ তা পয়ঃনিষ্কাশনে বাধা সৃষ্টি করতে পারে বা স্যুয়ারেজ পাইপ/লাইন বন্ধ হয়ে যেতে পারে ।

কনডম ব্যবহারের নিয়মাবলী
(সহবাসের পূর্বে):

(১) সাবধানে প্যাকেটটি খুলতে হবে যেন কনডম ছিঁড়ে না যায় (দাঁত বা ধারালো কোন বস্তু ব্যবহার করা যাবে না ) ।
পরার আগে কনডমের ভাঁজ খোলা যাবে না ।

(২) মুসলমানি করা না থাকলে পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়াটি পিছন টেনে ধরতে হবে ।

(৩) কনডমের অগ্রভাগের সরু অংশটি টিপে ধরে বাতাস বের করে দিতে হবে ।
শক্ত পুরুষাঙ্গটি সম্পূর্ণ ঢেকে যাওয়া পর্যন্ত কনডমটি পরতে হবে ।

(৪) পরার পর কনডমের অগ্রভাগে কিছু অংশ খালি রাখতে হবে ।সহবাসের জন্য কনডমসহ পুরুষাঙ্গটি যোনিপথে প্রবেশ করাতে হবে ।

কনডম ব্যবহারের নিয়মাবলী
(সহবাসের পরে):

(১) বীর্যপাতের পর কনডম পুরুষাঙ্গের গোড়ায় চেপে ধরে কনডমসহ পুরুষাঙ্গ যোনিপথ থেকে বের করে নিতে হবে । 

(২) কনডমটি এমনভাবে খুলতে হবে যেন ভিতরের তরল অংশ বের না হয় ।
ব্যবহৃত কনডমটি কাগজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে ।

কনডম সংরক্ষণঃ

কনডম অতিরিক্ত গরম বা ঠান্ডা স্থানে রাখা যাবে না,তাতে গলে বা ফেটে যেতে পারে ।অনেকে টিনের বেড়ায় বা চালে কনডম গুজে রাখেন,যার ফলে কনডম নষ্ট হয়ে যেতে পারে ।
শিশুদের নাগালের বাইরে রাখতে হবে যাতে অপব্যবহার না হয় ।।

ধন্যবাদ :-)

Comments

Popular posts from this blog

ফিঙ্গারিং

বাঁকা লিঙ্গ সোজা করার সর্বকালের শ্রেষ্ঠ টিপস

☬ রক্তদানের ১৩০ টি স্লোগান ☬