ব্লাডের জন্য কখনো ইনবক্স করলে নিচের কথাগুলো মাথায় রাখবেন-
১। দূর্ঘটনা ছাড়া কোন সমস্যাই জরুরী না। দূর্ঘটনা ছাড়া অন্যকোন অপারেশনের জন্য ব্লাড দরকার হলে ইমারজেন্সী বলবেন না।
.
২। সিজার/ডেলিভারির জন্য রক্তের প্রয়োজন হলে কমপক্ষে ৮ ঘন্টা আগে বলবেন। নবজাতক জন্মের ৬ মাস আগে থেকে নাম কি রাখবেন সেটা ঠিক না করে ডোনার কাকে কাকে লাগবে সেটা ম্যানেজ করা দরকার ছিলো।
.
৩। ডেলিভারির জন্য আমাদের রক্ত নিলে গিভ এন্ড টেক পদ্ধতিতে নিতে হবে। আপনি যদি আজ আপনার পরিবারের কারো জন্য রক্ত নেন। তাহলে ১৫ দিনের মধ্যে অন্যকোন রোগীকে আপনার কিংবা আপনার পরিবারের কারো ব্লাড ডোনেট করতে হবে। হোক সেটা আমাদের কারো মাধ্যমে কিংবা আপনার মাধ্যমে।
.
৪। আমাদের কাউকে ইনবক্স করার আগে অবশ্যই নিজের টাইমলাইনে পোষ্ট দিবেন। কেননা আপনার পরিচিতদের মাঝেও কেউ রক্ত দানে আগ্রহী থাকতে পারেন।
.
৫। টেক্সট এ যে কোন একটা ভাষা ব্যবহার করুন, হয় বাংলা না হয় ইংলিশ (বাংলা হলে ভালো হয়)। অবশ্যই একবারেই ফুল ডিটেলস্ দিবেন, কেননা আপনার সাথে hi hlw করার মত সময় আমাদের কারোরই থাকে না।
.
৬। যে লোকটা আপনার পরিবারের কাউকে ব্লাড দিলো কিংবা ম্যানেজ করে দিলো, তাকে ধন্যবাদ দেবার দরকার নাই। ধন্যবাদ না দিয়ে তাকে বলুন -"আমার ব্লাড গ্রুপ এটা, আমার মোবাইল নাম্বার এটা। আপনার কখনো প্রয়োজন হলে আমাকে জানাবেন।"
.
৭। আমাদের থেকে উপকৃত হলে আমাদের ভুলে যাবেন না। আমাদের মনে রাখার চেষ্টা করুন। কেননা, আমার পরিবারের কারো জন্য আপনার দেহের রক্তও প্রয়োজন হতে পারে।
.ধন্যবাদ
Comments
Post a Comment