About Shadhin
● শুরু করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু।
---------- সূরা আল ফাতিহা:1
● যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি
সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
------ সূরা আল ফাতিহা:2
● নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে
আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন
তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান
আনবে না।
------ সূরা আল বাক্বারাহ:6
● তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না।
---------- সূরা আল বাকারা:42
● সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের
করতে বলো।
---------- সূরা আল বাকারা:44
● পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না।
---------- সূরা আল বাকারা:60
● কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না।
----------সূরা আল বাকারা:114
● কারো অন্ধানুসরণ করো না।
---------- সূরা আল বাকারা:170
● প্রতিশ্রুতি ভঙ্গ করো না।
---------- সূরা আল বাকারা:177
● ঘুসে লিপ্ত হয়ো না।
---------- সূরা আল বাকারা:188
● যারা তোমাদের সঙ্গে লড়াই করবে,
শুধু তাদের সঙ্গে তোমরা লড়াই করো।
---------- সূরা আল বাকারা:190
● লড়াইয়ের বিধি মেনে চলো।
---------- সূরা আল বাকারা:191
● অনাথদের রক্ষণাবেক্ষণ করো।
---------- সূরা আল বাকারা:220
● রজঃস্রাব কালে যৌনসঙ্গম করো না।
---------- সূরা আল বাকারা:222
● শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও।
---------- সূরা আল বাকারা:233
● সৎগুণ দেখে শাসক নির্বাচন করো।
---------- সূরা আল বাকারা:247
● দ্বিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।
---------- সূরা আল বাকারা:256
● প্রতিদান কামনা করে দাতব্য বিনষ্ট করো না।
---------- সূরা আল বাকারা:264
● প্রয়োজনে তাদের সহযোগিতা করো।
---------- সূরা আল বাকারা:273
● সুদ ভক্ষণ করো না।
---------- সূরা আল বাকারা:275
● যদি ঋণীঅভাবগ্রস্তহয়তবে তাকে সচ্ছলতা
আসা পর্যন্ত সময় দাও।
---------- সূরা আল বাকারা:280
● ঋণের বিষয় লিখে রাখো।
---------- সূরা আল বাকারা:282
● আমানত রক্ষা করো।
---------- সূরা আল বাকারা:282
● গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং
পরনিন্দা করো না।
---------- সূরা আল বাকারা:283
● সমস্ত নবির প্রতি বিশ্বাস স্থাপন করো।
---------- সূরা আল বাকারা:285
● সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দিও না।
---------- সূরা আল বাকারা:286
● তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না।
---------- সূরা আল-ইমরান:103
● ক্রোধ সংবরণ করো।
---------- সূরা আল-ইমরান:134
● রূঢ় ভাষা ব্যবহার করো না।
---------- সূরা আল-ইমরান:159
● এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা
করো।
---------- সূরা আল-ইমরান:191
● পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান
প্রতিদান পাবে।
---------- সূরা আল-ইমরান:195
● মৃতের সম্পদ তার পরিবারের সদস্যসের মাঝে
বন্টন করতে হবে।
---------- সূরা আন নিসা:7
● উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে।
---------- সূরা আন নিসা:7
● অনাথদের সম্পদ আত্মসাৎ করো না।
---------- সূরা আন নিসা:10
● যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না।
---------- সূরা আন নিসা:23
● অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না।
---------- সূরা আন নিসা:29
● পরিবারের উপর কর্তৃত্ব চালাবে পুরুষ।
---------- সূরা আন নিসা:34
● অন্যদের জন্য সদাচারী হও।
---------- সূরা আন নিসা:36
● কার্পণ্য করো না।
---------- সূরা আন নিসা:37
● বিদ্বেষী হয়ো না।
---------- সূরা আন নিসা:54
● মানুষের সাথে ন্যায়বিচার করো।
---------- সূরা আন নিসা:58
● একে অপরকে হত্যা করো না।
---------- সূরা আন নিসা:92
● বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না।
---------- সূরা আন নিসা:105
● ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো।
---------- সূরা আন নিসা:135
● সৎকার্যে পরস্পরকে সহযোগিতা করো।
---------- সূরা আল মায়িদা:2
● সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের
সহায়তা করো না।
---------- সূরা আল মায়িদা:2
● মৃত পশু, রক্ত ও শূয়োরের মাংসা নিষিদ্ধ।
---------- সূরা আল মায়িদা:3
● সৎপরায়ণ হও।
---------- সূরা আল মায়িদা:8
● অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও।
---------- সূরা আল মায়িদা:38
● পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করো।
---------- সূরা আল মায়িদা:63
● মাদক দ্রব্য ও আলকোহল বর্জন করো।
---------- সূরা আল মায়িদা:90
● জুয়া খেলো না।
---------- সূরা আল মায়িদা:90
● ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না।
---------- সূরা আল মায়িদা:108
● আধিক্য সত্যের মানদণ্ড নয়।
---------- সূরা আন’আম:116
● মানুষকে প্রতারণা দেওয়ার জন্য ওজনে
কম দিও না।
--------- সূরা আন’আম:152
● অহংকার করো না।
---------- সূরা আল আ’রাফ:13
● পানাহার করো, কিন্তু অপচয় করো না।
---------- সূরা আল আ’রাফ:31
● সালাতে উত্তম পোশাক পরিধান করো।
---------- সূরা আল আ’রাফ:31
● অন্যদের ত্রুটিবিচ্যুতি ক্ষমা করো।
---------- সূরা আল আ’রাফ:199
● যুদ্ধে পশ্চাদ্মুখী হয়ো না।
---------- সূরা আল আনফাল:15
● যারা নিরাপত্তা কামনা করছে তাদের
সহযোগিতা করো ও নিরাপত্তা দাও।
---------- সূরা আত তওবা:6
● পবিত্র থেকো।
---------- সূরা আত তওবা:108
● আল্লাহ্ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না।
---------- সূরা ইউসুফ:87
● যারা অজ্ঞতাবশত ভুলত্রুটি করে আল্লাহ্ তাআলা
তাদেরকে ক্ষমা করবেন।
---------- সূরা নাহ্ল:119
● প্রজ্ঞা ও উত্তম নির্দেশনা দ্বারা আল্লাহ্ তাআলার
প্রতি আহ্বাব করা উচিত।
---------- সূরা নাহ্ল:119
● কেউ কারো পাপের বোঝা বহন করবে না।
---------- সূরা বনী ইসরাঈল:15
● পিতামাতার সাথে সদ্ব্যবহার করো।
---------- সূরা বনী ইসরাঈল:23
● পিতামাতাকে অশ্রদ্ধা করে কোনো কথা বলো না।
---------- সূরা বনী ইসরাঈল:23
● অর্থ অপচয় করো না।
---------- সূরা বনী ইসরাঈল:29
● দারিদ্রের আশঙ্কায় সন্তানসন্ততিকে হত্যা করো না।
---------- সূরা বনী ইসরাঈল:31
● অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ো না।
---------- সূরা বনী ইসরাঈল:32
● যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হয়ো না।
---------- সূরা বনী ইসরাঈল:36
● শান্তভাবে কথা বলো।
---------- সূরা ত্বা-হা:44
● অনর্থ জিনিস থেকে দূরে থেকো।
---------- সূরা মু’মিনুন:3
● অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না।
---------- সূরা নূর:27
● যারা শুধু আল্লাহ্ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন
করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন।
---------- সূরা নূর:55
● বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ
করো না।
---------- সূরা নূর:58
● বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো।
---------- সূরা ফুরকান:63
● এই পৃথিবীতে তুমি তোমার অংশকে উপেক্ষা করো না।
---------- সূরা আল কাসাস:77
● আল্লাহ্র সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে
ডেকো না।
---------- সূরা আল কাসাস:88
● সমকামিতায় লিপ্ত হয়ো না।
---------- সূরা আন্কাবুত:29
● সৎকার্যের আদেশ করো এবং অসৎকার্য হতে
নিষেধ করো।
---------- সূরা লোকমান:17
● দম্ভভরে ভুপৃষ্ঠে বিচরণ করো না।
---------- সূরা লোকমান:18
● কণ্ঠস্বর অবনমিত রেখো।
---------- সূরা লোকমান:19
● নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে।
---------- সূরা আল আহ্যাব:33
● আল্লাহ্ তাআলা যাবতীয় পাপ মোচন করে দিতে
পারেন।
---------- সূরা আল যুমার:53
● আল্লাহ্ তাআলার অনুগ্রহ হতে নিরাশ হয়ো না।
---------- সূরা আল যুমার:53
● ভালো দ্বারা মন্দ প্রতিহত করো।
---------- সূরা হা-মিম সাজদা:34
● যেকোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও।
---------- সূরা শূরা:38
● মানুষের সাথে মানিয়ে চলার চেষ্টা করো।
---------- সূরা আল হুজরাত:9
● কাউকে পরিহাস করো না।
---------- সূরা আল হুজরাত:11
● সন্দেহ থেকে বিরত থেকো।
---------- সূরা আল হুজরাত:12
● পরনিন্দা করো না।
---------- সূরা আল হুজরাত:12
● সবচেয়ে আল্লাহ্ভীরু ব্যক্তি সবচেয়ে সম্মাননীয়।
---------- সূরা আল হুজরাত:13
● অতিথির সম্মান করো।
---------- সূরা যারিয়াত:26
● দাতব্যকার্যে অর্থ ব্যয় করো।
---------- সূরা আল হাদিদ:7
● দ্বিনের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নেই।
---------- সূরা আল হাদিদ:27
● জ্ঞানীজনকে আল্লাহ্ তাআলা সুউচ্চ মর্যাদায়
উন্নীত করবেন।
---------- সূরা আল মুজাদালাহ্:11
● অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো।
---------- সূরা আল মুমতাহিনাহ্:8
● লোভ-লালসা থেকে সুরক্ষিত থেকো।
---------- সূরা আল তাগাবুন:16
● আল্লাহ্ তাআলার নিকট ক্ষমাপ্রার্থনা করো।
তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু।
---------- সূরা আল মুযযাম্মিল:20
● ভিক্ষুককে ধমক দিও না।
---------- সূরা আল যুহা:10
● অভাবগ্রস্তকে খাদ্যদানের প্রতি উৎসাহ প্রদান করো।
---------- সূরা আল মা’ঊন:3
● তোমাদের কিছু লোক নিরক্ষর। তারা মিথ্যা
আকাঙ্খা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে
না। তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই।
------ সূরা আল বাক্বারাহ:78
● আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে, তাঁকে ছাড়া
আর কোন উপাস্য নেই। ফেরেশতাগণ এবং
ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে,
তিনি ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি
পরাক্রমশালী প্রজ্ঞাময়।
------ সূরা আল ইমরান:18
● আর যে কেউ আল্লাহর হুকুম এবং তাঁর
রসূলের হুকুম মান্য করবে, তাহলে যাঁদের
প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন, সে
তাঁদের সঙ্গী হবে। তাঁরা হলেন নবী, ছিদ্দীক,
শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর তাদের
সান্নিধ্যই হল উত্তম।
------ সূরা আন নিসা:69
● তোমাদের বন্ধু তো আল্লাহ তাঁর রসূল এবং
মুমিনবৃন্দ-যারা নামায কায়েম করে, যাকাত
দেয় এবং বিনম্র।
------ সূরা আল মায়েদাহ:55
● যদি আমি কোন ফেরেশতাকে রসূল করে
পাঠাতাম, তবে সে মানুষের আকারেই হত।
এতেও ঐ সন্দেহই করত, যা এখন করছে।
------ সূরা আল আন-আম:9
● আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি
এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি।
তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর।
------ সূরা আল আ’রাফ:10
● সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই
সবচেয়ে নিকৃষ্ট, যারা অস্বীকারকারী হয়েছে
অতঃপর আর ঈমান আনেনি।
------ সূরা আল-আনফাল:55
● হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশে
ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে
এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে
কখনও ন্যায়বিচার পরিত্যাগ করো না।
সুবিচার কর এটাই খোদাভীতির অধিক
নিকটবর্তী। আল্লাহকে ভয় কর। তোমরা যা
কর, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত।
------ সূরা আল মায়েদাহ:8
● তোমাদের বন্ধু তো আল্লাহ তাঁর রসূল
এবং মুমিনবৃন্দ-যারা নামায কায়েম করে,
যাকাত দেয় এবং বিনম্র।
------- সূরা আল মায়েদাহ:55
● আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ
করো না। যদি তোমরা মুমিন হও তবে,
তোমরাই জয়ী হবে।
------ সূরা আল ইমরান:139
● আপনি বলুনঃ আমার নামায, আমার
কোরবাণী এবং আমার জীবন ও মরন
বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।
-------- সূরা আল আন-আম:162
● যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ
পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে
তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি
জুলুম করা হবে না।
-------- সূরা আল আন-আম:160
● আপনি বলে দিনঃ অতএব, পরিপূর্ন
যুক্তি আল্লাহরই। তিনি ইচ্ছা করলে
তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন।
-------- সূরা আল আন-আম:149
● আপনার প্রতিপালক অমুখাপেক্ষী,
করুণাময়। তিনি ইচ্ছা করলে তোমাদের
সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের
পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত
করবেন; যেমন তোমাদেরকে অন্য এক
সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন।
-------- সূরা আল আন-আম:133
● হে আল্লাহ! সমস্ত প্রশংসা তোমার জন্য।
তুমি ছাড়া প্রকৃত কোন মা‘বুদ নেই,
তোমারই রহমতের আকাঙ্ক্ষী আমি।
আমি আমার নিজের উপর অনেক বেশি
জুলুম করেছি আর তুমি ছাড়া গুনাহ্সমূহ
কেহই মাফ করতে পারে না।
হে আমার প্রভু আমাকে মাফ করুন।
মৃত্যুর সময় যেন কালেমা পড়তে পারি,
'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:)'
---------আমিন
● O Allah! All praise to you.There
is no true god except You,i am
desirous of mercy.I have a lot on
my own I've been without you
gunahsamuha No one can be forgiven.
O my Lord, forgive me.
Can not read the words death.
La ilaha illallahu Prophet Muhammad (sm)
--------- Amin
● ওগো আল্লাহ! আমাকে ক্ষমা করে
দাও, আমার প্রতি দয়া করো,আমাকে
সঠিক পথ দেখাও.আমার অন্তরে তাকওয়া
প্রদান করো. আর মৃত্যুটা যদি আমার
জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে
মৃত্যু দাও. আমি হাসি মুখে মেনে নিতে
রাজি আছি. মা'বুদ তোমার গুনাগার
বান্দা স্বাধীন ইসলাম.
● O Allah! Forgive me, have mercy
on me, guide me. Give my heart
piety. And if mrtyuta is good for
me, give me death. I'm willing to
accept it with a smile. Your
punishment Shadhin Islam god servant.
Comments
Post a Comment