২০১৮ সালে আমরা যা যা পেয়েছি এর টপ #২৭
২০১৮ সালে আমরা যা যা পেয়েছি এর টপ #২৭
১.জাতীয় আন্দোলন কোর্টা ও
নিরাপদ সড়কের আন্দোলন।👨👨👦👦👩👩👧👧
২.জাতীয় নায়িকা সানাই ৩৬ থেকে ৪৪ 💃🏻😝
৩.জাতীয় নাস্তা গনভবনের নাস্তা। 🍝🍝
৪.জাতীয় সমস্যা রোহিঙ্গা প্রত্যাবর্তন। 😰😰
৫.জাতীয় সিনেমা দেবী সিনেমা। 😎😎
৬.জাতীয় রেস্টুরেন্ট H2o 🤗🤗
৭.জাতীয় নির্বাচন হিরো আলম এর নির্বাচন 😄🐓🐓
৮.জাতীয় হাসি নৌমন্ত্রীর হাসি।😀 😀
৯.জাতীয় টেনশন খালেদাজিয়ার মুক্তি 👨👩👦
১০.জাতীয় ডায়লগ আহো ভাতিজা আহো😆😂
১১.জাতীয় খেলা সংলাপ-সংলাপ খেলা। 🏈🏈
১২.জাতীয় বিক্রয় নমিনেশন বেচাকেনা।📝📝
১৩.জাতীয় গান ললনা ও অপরাধী রে। 👰👰
১৪.জাতীয় প্লেয়ার মাশরাফি বিন মর্তুজা। 🏏🏏
১৫.জাতীয় দাবী লেভেল প্লেইং ফিল্ড চাই।👏👏
১৬.জাতীয় উন্নয়ন বঙ্গবন্ধু স্যাটেলাইট ১।🛰🛰
১৭.জাতীয় ফসল বাতাবি লেবুর বাম্পার ফলন।🍈🍈
১৮.জাতীয় বিয়ে বরিশালে পোলা V আমেরিকার
মেয়ে 💑💑
১৯. জাতীয় পলায়ন বিচারপতি এস কে সিনহা।
২০.জাতীয় অভিযান মাদকমুক্ত অভিযান।😜😜
২১.জাতীয় ক্রসফায়ার আব্বু তুমি কাঁদছো কেন।🤦🏼🤦🏼
২২. জাতীয় শোক আইয়ুব বাচ্চু আর বেঁচে নাই।😥😥
২৩. জাতীয় ভিডিও Tiktok এর ভিডিও।
২৪. জাতীয় চুমু টিএসসি চত্বরে কিস। 💋💋
২৫.জাতীয় বিজ্ঞাপন BDতে ফকির-মিসকিন নাই।👨👩👦👨👩👦
২৬. জাতীয় ডিগবাজি নেইমারের ডিগবাজি।🇧🇷♿
২৭.জাতীয় শোল্গান জয় বাংলা জিতবে আবার নৌকা 🛶🛶
-
❐ লেখক: নিশাচর পথচারী স্বাধীন ইসলাম।
-
আর কিছু বাকি থাকলে কমেন্ট করেন।
Comments
Post a Comment