স্প্যামার আর স্প্যামিং নিয়ে বহু মানুষের চুলকানি আছে
স্প্যামার আর স্প্যামিং নিয়ে বহু মানুষের চুলকানি আছে,সুযোগ পেলেই বেশিরভাগ মানুষ স্প্যামার দের তিরষ্কার করে কথা বলে,স্প্যামারদের উপহাস করে।
.
আচ্ছা, আপনারা কি শুধু স্প্যামারদের খারাপ দিকটাই দেখেন? ভালো দিকটা কি চোখে পড়ে না? নাকি হেল্প পাওয়ার পর সব ভুলে যান?
.
হ্যাঁ আপনাদের কথা ঠিক,স্প্যামার রা গালিবাজ,স্প্যামার রা সারাদিন গ্রুপে গ্রুপে গালাগালি করে,স্প্যামার রা অযথাই মানুষের আইডি খায়,স্প্যামার রা ইনবক্সে থ্রেড মারে,এই সেই,ইত্যাদি ইত্যাদি।
.
আমি নিজেও তো একজন স্প্যামার,আমার থেকে আজ অব্ধি কতজন থ্রেড খাইছেন আর কতজন হেল্প পাইছেন একটু বইলেন তো আমারে।
.
আচ্ছা, আপনার আইডিটা ডিজেবল হওয়ার পর আপনি আইডি ঠিক করতে কার কাছে যান?
স্প্যামারের কাছেইতো,নাকি?
আপনার নিজের কার্ড নাই,তারপর কে নিজে কার্ড বানায়ে আইডি ঠিক করে?
একজন স্প্যামারই তো, নাকি?
.
তখন কোথায় থাকে আপনার শুশীলগিরি?
স্প্যামার নিয়ে উপহাস করে আবার স্প্যামারের কাছে আইডি ঠিক করতে আসতে লজ্জা করেনা?
.
হয়তো স্প্যামার না নিজেরা নিজেরা গ্রুপে গ্রুপে গালাগালি করে,কিন্তু যখন একটা নাস্তিক মাথাচড়া দিয়ে উঠে তখন নি আপনি শুশীল নাস্তিকের পিছনে লাগেন? নাকি স্প্যামার রা লাগে?
.
একটা স্প্যামিং গ্রুপে দৈনিক কতগুলা বাজে আইডি নষ্ট করা হয় সেটা কি আপনি জানেন? নাহ,জানবেন কিভাবে! আপনি তো জানেন শুধু স্প্যামার রা গালিবাজ,অশ্লীল এইটাই।
.
যখন আপনার আইডি হ্যাক করে আপনার প্রেমিকার উল্টাপাল্টা ছবি চটি পেজে আপ দেওয়া হয় তখন কেন আপনি স্প্যামারের ইনবক্সে আইসা কান্নাকাটি করেন? কোথায় থাকে আপনার শুশীলতা তখন?
.
আপনার আইডি হ্যাক হলে আপনি কার কাছে আসেন? একজন স্প্যামারের কাছেই তো,তাই না?
.
কথা গুলা সকল স্প্যামারের পক্ষ থেকে বলতেছি,কথাগুলো শুধু আমার একার না।
.
শোনেন ভাই,বোনেরা, স্প্যামিং একটা শিল্প,যেটা সবাই পারেনা,সবকিছুরই ভালো মন্দ আছে,স্প্যামিং এর ও আছে,সো দয়া কইরা স্প্যামারদের উপহাস বন্ধ করুন,কেননা একদিন না একদিন আপনার নিজেরই এই স্প্যামারদের কাছেই আসতে হবে।
.
হ্যাপি ফেসবুকিং
Comments
Post a Comment