Posts

Showing posts from October, 2017

একটি সৌভাগ্যবান এবং একটি দুর্ভাগ্যবান পুঁটিমাছের গল্প

একটি সৌভাগ্যবান এবং একটি দুর্ভাগ্যবান পুঁটিমাছের গল্প --- সিলেটের :-D একটা পুকুরে দুইটা পুঁটিমাছ ছিল যারা একে অন্যের বন্ধু । মনে করি, একজনের নাম 'অ',অন্যজনের নাম 'ক' । একদিন সকালে অ আর ক দুই বন্ধু মিলে ঘুরতে বের হলো । ঐদিন সকালে ঐ পুকুরে বাড়ির দুইটা যুবতী মেয়ে গোসল করতে নামলো । একটা মেয়ে বিবাহিত,অন্যটি অবিবাহিত । পুঁটিমাছ দুটো মনের সুখে ঘুরতেছিল । ঘুরতে ঘুরতে হঠাত্‍ তারা দুইজনে পথ হারিয়ে দুইদিকে চলে গেলো । দুইটা অন্ধকার গুহায় অ আর ক হারিয়ে গেল ! :-D পরদিন সকালে ঐ দুটো মেয়ে আবার গোসল করতে আসলো । তারপর কিছুক্ষণ পর অ আর ক আবার একে অন্যকে দেখতে পেল ।তারা দুজনে একে অন্যকে দেখে খুশিতে কোলাকুলি করতে লাগলো । তারপর অ,ক কে বললো- দোস্ত কাইল তুই কৈ হারায় গেছিলি ? আমি একা একটা অন্ধকার গুহার ভেতর বন্দী হয়ে গেছিলাম :-D ক বললো- হ রে দোস্ত ,আমিও তো ।একটা অন্ধকার গুহায় আঁটকা পড়েছিলাম ।কি যে বিপদে ছিলাম রে দোস্ত :-D অ বললো- আমি অবশ্য তেমন বিপদে পড়িনি । শুধু ঐ যে পুকুর পাড়ে দেখিস গাছে লম্বা লম্বা বেগুন ঐখান থেকে বোধহয় একটা বেগুন পানিতে ছিঁড়ে পড়েছিল ।কাল সারারাত ঐ বেগুনট...

একটি বেগুনের আত্মকাহিনী

আমি একটি বেগুন । আমি প্রথমে জন্মেছিলাম সিলেটের :-D এক বাড়ির পাশের ছোট্ট ক্ষেতে । সেখানেই আস্তে আস্তে বেড়ে উঠি আমি।আমি লম্বা জাতীয় বেগুন । একসময় আমি আর আমার অন্যান্য ভাইয়েরা বড় হয়ে যাই । একদিন সকালে হঠাত্‍ শুনলাম বাড়ির গিন্নি কাকে জেনো বলছে- কৈতুরী,মা কয়টা বেগুন ছিঁড়ে দে তো ।ভর্তা দিবো । আমরা তখন অপেক্ষা করা শুরু করলাম সিদ্ধ হওয়ার জন্য । খুব খারাপ লাগছিল ।ইচ্ছে করছিল আরো কিছুদিন ঝুলে থাকতে ।কি আর করা ।এটাই আমাদের জীবন । একটা মেয়েকে দেখলাম লাফাতে লাফাতে আসতে ।এই কি সেই কৈতুরী রাতভর যার ফোনে কথার জন্য ঠিকমতো ঘুমাতে পারিনি কারন আমি যে গাছে জন্মেছি সেটা যে জানালার পাশে সেই ঘরটাতে হয়তো এই কৈতুরীই থাকতো । সদ্য কলেজ পাশ করেছে ।ভার্সিটি না কিসের যেনো এডমিশন পরীক্ষা দিবে সে ।তাই নিয়ে বাড়ির কর্তা আর গিন্নি সারাদিন কৈতুরীরে পড়তে বলে । আর কৈতুরী রাতভর ফোনে কথা বলে ফিঁসফিঁস করে ।কিসব নোংরা কথা বলে ।আর সারারাত আহ উহ আহ শব্দ করে । ছিহ !শুনলেই কেমন যেনো লাগে । কৈতুরী এসে আমাদের গাছটার সামনে দাঁড়ালো ।তারপর একটি ঝুড়িতে আমাদের ছিঁড়ে রাখলো । আমাকে ছেঁড়ার সময় কৈতুরী কেমন যেনো মুচকি একটা হাসি দি...

কয়েকটি সংক্ষিপ্ত শব্দ এবং তাদের অর্থ:

People often use abbreviations on chat and WhatsApp. Although, they are not proper English words, people often use them as it makes typing faster. Here are the full forms of these common abbreviations WhatsApp এ বা Chat এ কথা বলার সময় লোক প্রাই সংক্ষিপ্ত শব্দের(abbreviations) ব্যবহার করেন. এটা সাধারণত ইংরেজি শব্দ হয় না,কিন্তু লোকজন মানুষ তাদের ব্যবহার দ্রুত লিখতে করে. কয়েকটি সংক্ষিপ্ত শব্দ এবং তাদের অর্থ: 1. LOL: Laugh Out Loud = জোরে হাসা 2. BRB: Be right back = আমি এখনি ফিরে আসছি 3. TTYL: Talk to you later = পরে কথা বলছি 4. BTW: by the way = তবে; Example: By the way, you were looking good today! (তবে, আজকে তুমি ভালো লাগছিলে) 5. BFF: Best friend(s) forever = সবচেয়ে ভালো বন্ধু চিরদিনের জন্য; Example: She is my BFF. (তিনি আমার চিরকালের জন্য একটি ভালো বন্ধু) 6. DM: Direct Message = সোজা ম্যেসেজ করা; Example: If you have something important, just DM me. Don't message anything publically. (যদি আপনার কোনো জরুরি কাজ থাকে তাহলে আমাকে সোজা ম্যেসেজ করবেন ,সবার সামনে লিখবেন ন...

Other ways to say 'Yes':

Other ways to say 'Yes': 1. By all means (সব উপায় দ্বারা): of course; certainly (granting a permission) 2. Very well (খুব ভাল): used to express agreement or consent. 3. Totally (সম্পূর্ণভাবে): used to express agreement. 4. You bet (অবশ্যই): you may be sure; certainly. 5. Definitely (স্পষ্টভাবে): without doubt (used for emphasis). 6. Sure (অবশ্যই): certainly (used for emphasis). 7. That's right (সেটা ঠিক) 8. I don't mind if I do (এমন করতে আমার কোনো আপত্তি নেই): used to accept an invitation. 9. You're on (একটি চ্যালেঞ্জ বা বাজি গ্রহণের সময় হ্যাঁ বলা): said by way of accepting a challenge or bet.

Other ways to say 'Yes':

Other ways to say 'Yes': 1. By all means (সব উপায় দ্বারা): of course; certainly (granting a permission) 2. Very well (খুব ভাল): used to express agreement or consent. 3. Totally (সম্পূর্ণভাবে): used to express agreement. 4. You bet (অবশ্যই): you may be sure; certainly. 5. Definitely (স্পষ্টভাবে): without doubt (used for emphasis). 6. Sure (অবশ্যই): certainly (used for emphasis). 7. That's right (সেটা ঠিক) 8. I don't mind if I do (এমন করতে আমার কোনো আপত্তি নেই): used to accept an invitation. 9. You're on (একটি চ্যালেঞ্জ বা বাজি গ্রহণের সময় হ্যাঁ বলা): said by way of accepting a challenge or bet.

9 Ways to say 'I love you':

9 Ways to say 'I love you': 1. I really like you and you are the best thing that has ever happened to me. (আমি আপনাকে সত্তি খুব পছন্দ করি আর আপনি আমার জীবনের সবচেয়ে সেরা ভালো ঘটনা) 2. You are adorable and I love you! (আপনি খুব মনোহর আর আমি আপনাকে ভালবাসি!) 3. I cannot stop thinking about you. (আমি আপনার সম্পর্কে ভাবা বন্দ করতে পারছি না.) 4. I keep falling in love with you! (আমি বার বার আপনার প্রেমে পরে যাই !) 5. My love for you is unconditional and eternal. (আপনার জন্য আমার প্রেম নিঃশর্ত ও শাশ্বত.) 6. I adore you! (আমি আপনাকে ভালবাসি!) 7. You are the love of my life! (আপনি আমার জীবনের ভালবাসা!) 8. You have made me a better person, I will always need you by my side. (আপনি আমাকে একজন ভালো মানুষ তৈরি করেছেন,আমার সবসময়ে আপনার প্রয়োজন পরবে.) 9. I want to spend my whole life with you! (আমি আমার সম্পূর্ণ জীবন আপনার সাথে ব্যয় করতে চাই.)

How to wish someone 'Happy Birthday' on WhatsApp

How to wish someone 'Happy Birthday' on WhatsApp 1. Hey, wish you a very happy birthday. Hope you have a great day. (হে, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা.আশা করি আপনার দিন শুভ হোক) 2. Happy Birthday - may you have a wonderful year, and may all your wishes come true! (জন্মদিনের শুভেচ্ছা - আশা করি আপনার দিন ভালো হোক,আর আপনার সব ইচ্ছা পুরো হোক) 3. May God fill your day with sunshine, and laughter. Have a great birthday. Happy Birthday! (ঈশ্বর আপনার দিন আলো ,এবং হাসি-খুশিতে ভরিয়ে রাখুন .আপনার জন্মদিন ভালো হোক.শুভ জন্মদিন) 4. Happy Birthday to my fabulous friend! May you have a wonderful day, and a great year ahead. (আমার প্রিয় বন্ধু কে জন্মদিনের শুভেচ্ছা. আশা করি আপনার দিন, এবং আগামী বছর ভালো হোক) 5. Many happy returns of the day. May you have a prosperous year. (এই দিনের জন্মদিনের শুভেচ্ছা. আশা করি আপনার এই বছর ভাগ্যবান হোক.) 6. Millions of wishes, hundreds of smiles, lots of love, and thousands of greetings. Wish you a very Happy Birthday. (লক্ষ লক্ষ ইচ্ছা , শত শত ...

ways to say Sorry:

11 ways to say Sorry: 1. I regret what I did. Please forgive me. (আমি দুঃখিত আমি যা করেছি। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন.) 2. I sincerely apologize for not calling earlier. (আমি আন্তরিকভাবে দুঃখিত আগে কল না করার জন্য) 3. I feel extremely guilty about what I said. Hope you did not mind it. (আমি যা বলেছি সে ব্যাপারে আমি অত্যন্ত দুঃখিত. আশা করি আপনি কিছু মনে করেননি) 4. Pardon me for being so rude. (রূঢ় হওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন) 5. I'm afraid I can't help you. (দুঃখিত আমি আপনাকে সাহায্য করতে পারবো না) 6. My apologies for the delay in getting back to you.  (আপনাকে দেরিতে উত্তর দেওয়ার জন্য আপনি দুঃখিত) 7. Forgive me for what I said, I did not intend to hurt you. (আমি যা বলেছি তার জন্য দুঃখিত, আপনি আপনাকে কষ্ট দিতে চাইনি) 8. I beg your pardon. (মাফ করবেন.) 9. Excuse me for interrupting. (ব্যাঘাত ঘটানোর জন্য ক্ষমা করবেন) 10. I shouldn't have said that, please don't be mad at me. (আমার এটা বলা উচিত হয়নি, অনুগ্রহ করে কিছু মনে করবেন না) 11. I'm ashamed to say I...